সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন?
কেন্দ্রের ক্ষমতায় আসার পর মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়েরা লক্ষ্মীর রূপ! তা বোঝাতে বেটি বাচাও বেটি পড়াও ক্যাম্পেন চালু করে কেন্দ্রীয় সরকার। বাচ্চার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে মেয়ের নামে অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনার একটি মেয়ে থাকে তাহলে আপনি একটি অ্যাকাউন্ট এবং দুটি মেয়েকে থাকলে দুটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক এই সংক্রান্ত তথ্য বিস্তারিত ভাবে জানিয়েছে। পাশাপাশি ব্যাঙ্কের তরফে একটি লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে। যেখানে এই অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।
লিঙ্কটি পাঠকদের সুবিধার কথা ভেবে দেওয়া রইল- https://www.pnbindia.in/sukanya-account ডট html
এই যোজনাতে কত টাকা ডিপোজিট করতে হবে!
সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সুবিধা নিতে হলে অ্যাকাউন্টের নুন্যতম Deposit করতে হবে ২৫০ টাকা। খুব বেশি হলে সর্বোচ্চ আপনি 1,50,000 টাকা ডিপোজিট করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনি আপনার সুপার গার্লের পড়াশুনার একটা বড় অংশ এই অ্যাকাউন্ট থেকেই সেরে নিতে পারবেন।
এই যোজনাতে কত টাকা সুদ পাবেন?
যে কোনও স্কিমের ক্ষেত্রে কত টাকা স্কিম দেওয়া হবে সেটা ঠিক করে কেন্দ্রীয় সরকারই। তবে সুকন্যা সমৃদ্ধি স্কিমে (Sukanya Samriddhi Yojana) অ্যাকাউন্টে জমা রাখা টাকার পর 7.6 শতাংশ হারে সুদ দিয়ে থাকে।
অ্যাকাউন্টের মেয়াদ কবে শেষ হচ্ছে?
সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খোলার ওপেনিং ডেট থেকে শুরু করে মেয়ের বয়শ ১৮ পাড় করলে এবং ২১ সালের পর বিয়ের সময় এই অ্যাকাউন্ট বন্ধ করা যাবে। এই অ্যাকাউন্ট বিয়ের তারিখের এক মাস আগে কিংবা তিন মাস বাদ মেয়াদ (ম্যাচুয়র) হয়ে থাকে। অর্থাৎ এই সময়ে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন।
কি কি ডকুমেন্ট দিতে হবে?
খুব দরকারি তথ্য। এই যোজনাতে সঠিক ভাবে সঠিক সময়ে টাকা পাওয়ার ক্ষেত্রে ঠিক ভাবে নথি দেওয়াটা প্রয়োজন। অনেক সময়ে সথক ভাবে নথি না দিলে টাকা পাওয়ার সময়ে আটকে যেতে পারে গটা প্রক্রিয়া। এই অবস্থায় ভাবছেন তো কি কি ডকুমেন্ট জমা দিতে হবে! হ্যাঁ আসা যাক আসল কথাতে। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই প্রথমে জমা দিতে হবে মেয়ের বার্থ সার্টিফিকেট। বাবা-মা ডিপোজিটার হিসাবে যেহেতু থাকবেন সেই কারণে দুজনেরই আইডি প্রুফের প্রয়োজন হবে। অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ডের কপি জমা দিতে হবে। এছাড়াও ঠিকানার প্রমান্য নথির তথ্যও জমা দিতে হবে। ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে এই যোজনাতে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
এই যোজনাতে কত টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে
এই যোজনার লক্ষ্য হল মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করা। আর সেই লক্ষ্যেই এই যোজনা নিয়ে আসা হয়েছে। ফলে অবশ্যই কত টাকা এই যোজনার মাধ্যমে পাওয়া যেতে পারে সে বিষয়ে তথ্য জেনে রাখা প্রয়োজন। জানা যাচ্ছে, প্রত্যেক মাসে যদি আপনি ৩০০০ টাকা করে দেন কিংবা বছরে ৩৬ হাজার টাকা করে দিতে হবে। ১৪ বছর পর সমস্ত হিসাব করে 9,11,574 টাকা পাওয়া যাবে। এক্ষেত্রে সরকার 7.6 শতাংশ হারে সুদ দেবে। ২১ বছর পর ম্যাচুরিটি উর এই যোজনাতে টাকার পরিমাণ গিয়ে দাঁড়াবে 15,22,221 টাকা। ফলে এখনই মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইলে এই যোজনাতে বিনিয়োগ করুন আর মোটা অঙ্কের লাভ পান।