Tokyo Olympics : পদক নিশ্চিত করা রবির গ্রামে বাঁধভাঙা উচ্ছ্বাস, রথী-মহারথীদের শুভেচ্ছা

টোকিও অলিম্পিকে পদক নিশ্চিত করা রবিকুমার দাহিয়ার গ্রাম উচ্ছ্বাসে ফেটে পড়েছে। ৫৭ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরির ফাইনালে পৌঁছনো হরিয়ানার সোনিপতের কুস্তিগীরের আত্মীয়দের বাঁধভাঙা আনন্দের ছবি ক্যামেরায় ধরা পড়েছে। যা দেখে আবেগতাড়িত হয়েছে দেশ। অলিম্পিকে ভারতকে গর্বিত করা রবি কুমার দাহিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

অনুরাগ ঠাকুর

মীরাবাঈ চানু, পিভি সিন্ধু এবং লাভলিনা বড়গোহাঁইয়ের টোকিও অলিম্পিকে ভারতের হয়ে পদক নিশ্চিত করা রবিকুমার দাহিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুরাগ ঠাকুর। পিছিয়ে থেকেও ম্যাচে ভারতীয় কুস্তিগীরের যেভাবে প্রত্যাবর্তন ঘটেছে, তাতে মুগ্ধ হয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী। ফাইটার রবিকে ফাইনালের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন অনুরাগ ঠাকুর।

কিরেন রিজিজু

কুস্তির ৫৭ কেজির ফ্রিস্টাইল ক্যাটেগরির সেমিফাইনালে দুর্দান্ত জয় হাসিল করা রবিকুমার দাহিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। দাহিয়ার পারফরম্যান্সে গোটা দেশ গর্বিত বলে লিখেছেন ভারতের বর্তমান আইনমন্ত্রী। পিছিয়ে থেকেও ম্যাচে যেভাবে প্রত্যাবর্তন ঘটেছে ভারতীয় বক্সারের, তাতে মুগ্ধ হয়েছেন রিজিজু।

সচিন তেন্ডুলকর

টোকিও অলিম্পিকে ভারতের চতুর্থ পদক নিশ্চিত করা রবিকুমার দাহিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সচিন তেন্ডুলকর। টোকিও গেমসে অন্তত রূপো জিততে চলেছেন রবি। তা ভারতের জন্য বিরাট গর্বের ব্যাপার বলে মনে করেন মাস্টার ব্লাস্টার। ২-৯ পয়েন্টে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসা ভারতীয় কুস্তিগীরের বিক্রমে মুগ্ধ হয়েছেন দেশের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান।

রবির গ্রামে উচ্ছ্বাস

হরিয়ানার সোনিপত থেকে উঠে আসা রবিকুমারের খেলা দেখতে একই জায়গায় জড়ো হয়েছিলেন তাঁর আত্মীয়-বন্ধুরা। টিভি চালিয়ে একসঙ্গে বসে খেলা দেখছিলেন সকলে। সেমিফাইনালে দুর্দান্ত জয়ের পর তাঁরা একসঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন। সেই ছবি ক্যামেরায় ধরা পড়েছে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুই বারের সোনাজয়ী ২৩ বছরের কুস্তিগীরের কাছ থেকে ফাইনালেও সেরাটা চাইছেন তাঁর আত্মীয়-পরিজনরা।

জয় শাহ

টোকিও অলিম্পিকে ভারতের হয়ে অন্তত একটি রূপো নিশ্চিত করা রবিকুমার দাহিয়ায় মুগ্ধ হয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন যে দেশের দ্বিতীয় বক্সার হাসিল করলেন রবি। ভারতীয় কুস্তিগীরকে ফাইনালের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন বিসিসিআই সচিব।

প্রাক্তন ক্রিকেটারদের শুভেচ্ছা

টোকিও অলিম্পিকে ভারতের হয়ে চতুর্থ পদক নিশ্চিত করা রবিকুমার দাহিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ভারতীয় কুস্তিগীরে মুগ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ, স্পিনার হরভজন সিং সহ অন্যান্যরা। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই সহ অন্যান্য ক্রীড়াপ্রেমী, রথী-মহারথীরাও রবিকুমারের এই দুর্দান্ত জয়ে গর্বপ্রকাশ করেছেন। ভারতীয় কুস্তিগীরকে ফাইনালের জন্য শুভেচ্ছাও জানানো হয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Tokyo Olympics : Wishes from all around as Ravi Kumar enters into final of wrestling