দলীয় কর্মীদের উদ্দেশ্যে একগুচ্ছ টোটকা বিজেপিরও
সোমবার ত্রিপুরা সফরে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে একগুচ্ছ টোটকা দিয়ে এসেছিলেন। দলের কর্মীদের জনসংযোগ বাড়াতে বলেছিলেন। আর জেলাওয়াড়ি আন্দোলন চালানোর বার্তা দিয়েছিলেন। তারই পাল্টা কর্মসূচি নিয়ে বিজেপি কর্মীদেরও ময়দানে নামিয়ে দিলেন বিপ্লব।
বিপ্লব দেবের নির্দেশ ঘরে ঘরে মহিলা মোর্চা
অভিষেক যেখানে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, সব বুথের খোঁজ রাখতে, পরিবারের সমস্যা সমাধানে তৃণমূল নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা নিতে, তেমনই বিজেপিও জনসংযোগ বাড়ানোর প্রক্রিয়া শুরু করছে। বিজেপির মহিলা সংগঠনের নেতাদের উদ্দেশ্যে বিপ্লব দেবের নির্দেশ ঘরে ঘরে যান। মা-বোনেদের পাশে দাঁড়ান।
মহিলা ভোটারদের টার্গেট করেই পাল্টা টোটকা
বিপ্লব দেব বলেন, মহিলা মোর্চার মা-বোনেদের বলি, আপনারা পাড়ায় পাড়ায় গিয়ে প্রত্যেক মহিলার জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করুন। এতে সম্পর্ক সুদৃঢ়় হবে। জনসংয়োগ বাড়বে। মানুষের ভরসার জন হয়ে উঠবেন আপনারা। মহিলা ভোটারদের টার্গেট করেই পাল্টা টোটকা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
মোদীর জনমুখী কর্মসূচি তুলে ধরার বার্তা
ত্রিপুরায় ৪৭ শতাংশ মহিলা ভোটার রয়েছে। বাংলা মডেলে ৪৭ শতাংশ মহিলা ভোটারকে সবার আগে টার্গেট করেছে তৃণমূল। তাতেই কেঁপে গিয়েছে বিজেপি। কালক্ষেপ না করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহিলা ভোটারদের পাশে দাঁড়াতে বিজেপির নেতা-কর্মীদের বার্তা দিয়েছেন। নরেন্দ্র মোদীর জনমুখী কর্মসূচি তুলে ধরার কথা জানিয়েছেন তিনি।
গতানুগতির ধারার বাইরে গিয়ে কাজ করার নির্দেশ
বিপ্লব লদেবের নির্দেশ, যাঁরা বিভিন্ন পদে রয়েছেন, তাঁদের শুধু বিভিন্ন পদ আগলে বসে থাকলে হবে না। মোদীজির বিভিন্ন জনমুখী কাজগুলি প্রচার করতে হবে। মানুষকে বোঝাতে হবে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই আপনার পাশে রয়েছে। বিভিন্ন মোর্চাকে তিনি কাজে লাগাতে চাইছেন। গতানুগতির ধারার বাইরে গিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
অভিষেকের নিশানা, দুয়ারে গুন্ডা নয় দুয়ারে সরকার
অভিষেক সোমবারের ত্রিপুরা সফরে এসে অভিযোগ করেন, বিজেপি সরকার ত্রিপুরার ঐতিহ্য, গৌরব সব নষ্ট করেছে। সাড়ে তিন বছর ধরে রাজ্যে কোনও কাজ হয়নি। শুধু বাইকবাহিনীর গুন্ডামি চলেছে। বিপ্লব দেবের সরকার দুয়ারে গুন্ডা পাঠিয়েছে। আমরা ২০২৩-এ জিতে দুয়ারে সরকার নিয়ে যাব ত্রিপুরায়।
অভিষেককে পাল্টা বিপ্লব দেবের, প্রচার কৌশল
বিপ্লব দেব বলেন, বিজেপি সরকার কী কী কাজ করেছেন, তা তিনি দেখিয়ে দেবেন। বিজেপি কর্মীরা এবার সেই প্রচারেই নামছেন। ২৫ বছরের সিপিএম শাসন থেকে মুক্তিলাভের পর রাজ্যের জন্য বিজেপি কী কী পরিকল্পনা নিয়েছে। কেন্দ্রে প্রকল্প কীভাবে প্রয়োগ করা হয়েছে, তার তালিকা ধরে প্রচার চালাবেন বিজেপি নেতা-কর্মীরা।