সোনার দাম আজ কোনদিকে, ৪ অগাস্ট বুধবার কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

সোনার দাম গত কয়েকদিন যে গতিতে চলছিল তাতে কার্যত দরের রোলার কোস্টার রাইড দেখা গেলেও, কোনও মতেই দাম গতবছরের রেকর্ডকে ছুঁতে পারেনি । ২০২০ সালের ঠিক এই অগাস্ট মাসেই সোনা রেকর্ড মূল্য ছুঁয়ে ফেলে ৫৬ হাজারের ঘরে দামকে নিয়ে যায়। এদিকে, বুধবার ৪ অগাস্ট সোনার দাম কোনদিকে গিয়েছে তা দেখে নেওয়া যাক। এদিকে রুপোর দামও বেশ কয়েকদিনের মতো সময়ে ৭০ হাজার টাকার কমে ছিল প্রতি কেজিতে। একনজরে দেখে নেওয়া যাক, যে সোনার দাম আগামী কয়েকদিনে কোনদিকে যেতে চলেছে। আজ ৪ অগাস্ট কলকতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে সোনার দাম কোনদিকে থাকবে, তাও দেখে নেওয়া যাক।

সোনার দাম

গতকালও সোনার দাম হু হু করে পড়েছে। এরপর ৪ অগাস্ট বুধবার সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে খানিকটা মাথা তুলে দাঁড়াচ্ছে। ১০ গ্রামে এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ৪৭,৯২৯ টাকা হয়েছে। এর আগে শেষ সেশনে সোনার দাম ক্লোজ হয়েছে ৪৭,৯১৬ টাকায়। আন্তর্জাতিক বাজারে গত কয়েকদিনে সোনার দাম কিছুটা হলেও বেড়ে গিয়েছে। তবে বিনিয়োগকারীরা আপাতত মার্কিন লেবার মার্কেটের 'জব ডেটা' বা সেদেশে চাকরি সংক্রান্ত নয়া তথ্য প্রকাশের দিকে তাকিয়ে রয়েছে।

রুপোর দাম

সেপ্টেম্বরের সিলভার ফিউচারে রুপোর দাম ১ কেজিতে বেড়েছে ৮৬ টাকা। যার জেরে ১ কেজিতে রুপোর দাম ৬৮,০০০ টাকা হয়েছে। গত সেশনে রুপোর দাম ৬৭,৯১৪ টাকা হয়েছে। স্পট গোল্ডের দাম ১ আউন্সে ৮১৪.২৭ ডলার হয়েছে। প্রতি আউন্সে ০.২ শতাংশ বেড়েছে সোনার দাম। এদিকে মার্কিন গোল্ড ফিউচার ০.১ শতাংশ বেড়েছে। যার দাম ১,৮১৬.০০ মার্কিন ডলার হয়েছে।

কলকাতায় সোনার দাম

কলকাতায় ৪ অগাস্ট সোনার দাম এখনও ১০ গ্রামে ৪৬ থেকে ৪৯ হাজারের আশপাশেই রয়েছে। সোনার দাম গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, কলকাতায় ২২ ক্যারেটে এদিন সোনার দাম ৪৭,২৯০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেটে দাম ৪৯,৯৯০ টাকা । এদিকে, কলকাতায় সোনার দাম ৩ রা অগাস্ট কোনদিকে ছিল দেখা যাক। গতকাল পাকা সোনার দাম শহরে ১ গ্রামে ৪৮৬৫ টাকা ছিল, ২৪ ক্যারেটে পাকা সোনার দাম ১০ গ্রামে ৪৮৬৫০ টাকা ছিল, গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে শহরে দাম ৪৬১৫ টাকা, ১০ গ্রামে দাম ৪৬১৫০ টাকা ছিল। ২২ ক্যারেটে হলমার্কের সোনার দাম ১ গ্রামে ৪৬৮৫ টাকা। ১০ গ্রামে দাম ৪৬৮৫০ টাকা ছিল।

গতকাল সোনার দাম

গতকাল মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১০ গ্রামে ০.৩২ শতাংশ পেড়েছে। ৩ রা অগাস্ট সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ সোনার দাম ৪৭,৯৩৩ টাকা হয়েছে। গত ২০২০ সালে সোনার দাম অগাস্ট মাসে রেকর্ড ছুঁয়ে ৫৬ হাজারের ঘরে পৌঁছে যায়। এই পরিস্থিতিতে সোনার দাম রীতিমতো রেকর্ড গড়ে ২০২০ সালে। পরবর্তীকালে সোনার দাম ২০২১ সালের প্রথমেই পড়তে থাকে। সেই জায়গা থেকেই সোনার দাম ২০২১ সালে কার্যত রেকর্ড ভেঙে দেয়। ১ কেজিতে এদিন রুপোর দাম ০.৫৩ শতাংশ নামতে শুরু করেছে। ৩ অগাস্ট রুপোর দাম ১ কেজিতে হয়েছে ৬৭,৫২৮ টাকা। স্পট গল্ড ০.১ শতাংশ প্রতি আউন্সে কমেছে দামের দিক থেকে। ফলে এক আউন্সে স্পট গোল্ডের দাম ১,৮১৬.০৮ মার্কিন ডলার হয়।

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৫,৩৩০ টাকা ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৪৫০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৯৫০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে সোনার দাম দক্ষিণী শহরে হয়েছে ৪৯,৪৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৬,৯৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৯৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,০৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,৩২০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৯০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৯৮০ টাকা। হায়দরাবাদে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৯০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৯৮০ টাকা। কেরলে সোনার দাম ২২ ক্যারেটে ৯০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৯৮০ টাকা। পুনেতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,২২০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৪৯০ টাকা হয়েছে।

৩-৫ বছরে দ্বিগুণ হবে সোনার দাম!

দিয়েগো প্যারিলা নামে এক ফান্ড ম্যানেজার জানিয়েছেন, সোনার দামের ট্রেন্ড যেদিকে যাচ্ছে তাতে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে সোনার দাম হবে দ্বিগুণ। বিশেষজ্ঞদের মতে আগামী ৫ বছরের মধ্যেই সোনার দাম আউন্স প্রতি ৩ থেকে ৫ হাজার টাকা হয়ে যাবে। প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে সোনার দাম যে রেকর্ড হারে বৃদ্ধি পেতে থাকবে তার আভাস ইনিউ প্রথম দেন। যে পূর্বাভাস কার্যত পরে সত্যি প্রমাণিত হয়। এরপর তাঁর দাবি আগামী ৩ থেকে ৫ বছরে সোনার দাম দ্বিগুণ হবে। প্রসঙ্গত, জুলাই মাসের শেষ সপ্তাহে সোনার চাহিদা তেমন ছিল না। ফলে খুচরো বাজারে চাহিদা না থাকায় দান নিম্নমুখী হয়ে যায়।

সামনেই রয়েছে সোনা কেনার শুভ দিন

আগামী ৬ অগাস্ট সোনার কেনার শুভ দিন রয়েছে বলে জানা গিয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে সোনা কেনার একটি নির্দিষ্ট শুভ দিন থাকলে, তা রীতিমতো কার্যকরী হয় ভাগ্যের ক্ষেত্রে। সৌভাগ্যের বিচারে সোনা কেনার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। ৬ অগাস্ট কাল ৭:০৭ মিনিট-দুপুর ২টো,বিকেল ৪:১৯ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৩ মিনিট পর্যন্ত শুভ সময় রয়েছে সোনা কেনার জন্য। এছাড়াও ৮ অগাস্ট ৯:১৭ মিনিট-১১:৩৩ মিনিট। ১২ অগাস্ট বিকেল ৫:৫৯ মিনিট -৭:৪২ মিনিট। ১৩ অগাস্ট ৬:৪০ মিনিট-১১:১৩ মিনিট, দুপুর ১:৩৩ মিনিট -৭:৩৮ মিনিট। ১৫ অগাস্ট সকাল ৬:৩২ মিনিট-১১:০৫ মিনিট। ২২ অগাস্ট ৬: ৪৩ মিনিট-১২:৫৭ মিনিট, ৩:১৬ মিনিট -৭:০২ মিনিট। এরপর ২৯ অগাস্ট দুপুর ১২:৩০ মিনিট- সন্ধ্যে ৬:৩৫ মিনিট। তারপর আগামী ৩১ অগাস্ট দুপুর ১২:২২ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৭ মিনিট পর্যন্ত অগাস্ট মাসে সোনা কেনার শুভ দিন রয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More GOLD News  

Read more about:
English summary
Ajker Sonar Rate Kolkata, West e Bengal Koto: Check 4 Agusut 2021 hallmark gold price in Kolkata and other cities of West Bengal from Bengali Oneindia.
Story first published: Wednesday, August 4, 2021, 15:12 [IST]