গোমাতার নামে শপথ নিয়ে..' অভিনব কায়দায় মন্ত্রিসভায় পা রাখলেন মন্ত্রীরা

বুধবার কর্ণাটকে শপথ নিলেন বাসবরাজ বোম্মাইয়ের মন্ত্রিসভার নতুন মন্ত্রীরা। বেঙ্গালুরুতে রাজ ভবনে এ দিন শপথ নেন তাঁরা। তবে এ দিন তাঁদের শপথ নেওয়ারভ কায়দা ছিল অভিনব। ঈশ্বরের নামে শপথ নেওয়ার বদলে অনেকেই অন্য নাম নিলেন। কেউ গোমাতার নামে শপথ নিলেন, আবার কেউ কৃষকের নামে শপথ গ্রহণ করেছেন। গত সপ্তাহেই শপথ নিয়েছিলেন নয়া মুখ্যমন্ত্রী বোম্মাই।

এ দিন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের উপস্থিতিতে শপথ নিলেন মন্ত্রীরা। আজ ২৯ জন সাংসদ শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই ঈশ্বরের নাম নেওয়ার বদলে অন্য নাম নিয়েছেন। আনন্দ সিং ছিলেন প্রথম মন্ত্রী, যিনি প্রথা ভেঙে মা ভুবনেশ্বরীর নামে শপথ নেন।

এরপর প্রভু চরণ শপথ নেন গোমাতার নামে। জনপ্রিয় লিঙ্গায়াত নেতা মুরুগেশ নিরানি শপথ নেন ভগবানের নামে ও কৃষকের নামে। তবে এ ভাবে প্রথা ভাঙা এবারই প্রথম নয়। গত মে মাসে ডিএমকে নেতা স্টালিন তামিলনড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিবেকের নামে শপথ নেন।

২০২০-তে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভায় গোপাল রাই শহিদদের নামে শপথ নিয়েছিলেন। রাজেন্দ্র পাল নামে দিল্লির আর এক মন্ত্রী বুদ্ধদেবের নামে শপথ নিয়েছিলেন।

বাসবরাজ বোম্মাই আগেই জানিয়েছিলেন, তাঁর মন্ত্রিসভায় কোনও উপমুখ্যমন্ত্রী থাকবে না। তিনি জানান, এ দিন যাঁরা শপথ নিয়েছেন তাঁদের মধ্যে নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ছেলে ও বিজেপিরর ভাইস প্রেসিডেন্ট বিওয়াই বিজয়েন্দ্র।

এ দিন শোথ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, 'আজ ২৯ জন মন্ত্রী শপথ নেবেন। এর আগে বিএস ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনজন উপমুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু এবার হাই কমান্ডের নির্দেশে কোনও উপমুখ্যমন্ত্রী থাকছেন না।

তিনি আরও জানান, এবার মন্ত্রিসভায় থাকছেন ৭ জন ওবিসি, ৩ জন এসসি, একজন এসটি, ৭ জন ভোক্কালিগাস, ৮ জন লিঙ্গায়ত, একজন রেড্ডি।

কয়েকদিন আগে আচমকাই কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বিএস ইয়েদুরাপ্পা। কর্ণাটকের চারবারের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা তাঁর দু'বছরের মেয়াদ শেষে ইস্তফা দেন। শোনা যায়, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতের অমিল হচ্ছিল বলেই ইস্তফা দেন তিনি। এরপরই বিএস ইয়েদুরাপ্পার ছেড়ে যাওয়া মুখ্যমন্ত্রীর আসনে বসেন বাসবরাজ এস বোম্মাই।

২০২৩-এ কর্ণাটকে হবে বিধানসভা নির্বাচন। এর আগে শেষ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও জেডিএস মিলে জোট সরকার গঠন করেছিল। সেই সময় মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী। কিন্তু দলবদল বেড়ে যাওয়ায় সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে। এরপরই সরকার গঠন করেছিল বিজেপি।

তখনই মুখ্যমন্ত্রীর আসনে বসেন বিএস ইয়েদুরাপ্পা। এরপর পরপর কয়েকটি উপনির্বাচনে কর্ণাটকে বিজেপির ফল খুব একটা ভালো হয়নি। ইয়েদুরাপ্পার জনপ্রিয়তাও কমতে শুরু করেছে। এরপরই মুখ্যমন্ত্রী পদ ছাড়ার কথা জানান ইয়েদুরাপ্পা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More KARNATAKA News  

Read more about:
English summary
ministers of Karnataka takes oath in the name of God
Story first published: Wednesday, August 4, 2021, 22:34 [IST]