কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-র উপরে উঠে গিয়েছে আবার। বাংলায় ৭২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৫৯ জন। উত্তর ২৪ পরগনায় ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ও কলকাতার পর রয়েছে দার্জিলিং। সেখানে ৫৮ জন সংক্রমিত হয়েছেন একদিনে।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১০৬৩৯। এদিন কলকাতায় ৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৭৫ জনের। এদিন মৃত্যু হয়নি একজনেরও। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৪৮৯৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭৬৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৬ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৯৪৪১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৬৯ জনের। এদিন মৃত্যু হয়নি ১ জনেরও। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৩৫৯৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯০ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৬১৯৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪৫৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৪ জন। হুগলিতে ৩৫ জন বেড়ে আক্রান্ত ৮১৮৩৩ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ২৪ জন, কোচবিহারে ৩৮ জন, দার্জিলিংয়ে ৫৮ জন, কালিম্পংয়ে ২৭ জন, জলপাইগুড়িতে ৭৮ জন, উত্তর দিনাজপুরে ১৭ জন, দক্ষিণ দিনাজপুরে ২ জন, মালদহে ৫ জন, মুর্শিদাবাদে ১৩ জন, নদিয়ায় ৪৩ জন, বীরভূমে ১৫ জন, পুরুলিয়ায় ৮ জন, বাঁকুড়ায় ২৩ জন, ঝাড়গ্রামে ১৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৭ জন, পূর্ব মেদিনীপুরে ৩৮ জন, পূর্ব বর্ধমানে ২৯ জন, পশ্চিম বর্ধমানে ৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।