সোনার দামে হু হু করে পতন আজও, কলকাতায় ৩ অগাস্ট ২২ ও ২৪ ক্যারেটে দর কত

মার্কিন ফেডারেল রিজার্ভ গত সপ্তাহে সুদের পরিমাণ অপরিবর্তিত রাখার পর সেভাবে গত সপ্তাহে সোনার দামের উত্থান পতনে বড় ফারাক দেখা যায় না। তবে অগাস্টের প্রথম সপ্তাহের শুরু থেকেই সোনার দামে রোলার কোস্টার গতি শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম সোমবার বেশি ছিল। ফলে সেদিন সোনার দাম বাড়তে থাকে। এরপর আজ সোনার দামের গতি কমতির দিকে গিয়েছে গত ২০২০ সালের অগাস্টের তুলনায় । একনজরে দেখা যাক সোনার দাম আজ কোনদিকে।

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১০ গ্রামে এদিন ০.৩২ শতাংশ পেড়েছে। এদিন সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ সোনার দাম ৪৭,৯৩৩ টাকা হয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে চড়া ছিল সোনার দাম, যার প্রভাব পড়ে ভারতের বাজারে । এরপর মঙ্গলবারই সোনার দামে পতন দেখা যায়। প্রসঙ্গত, গত ২০২০ সালে সোনার দাম অগাস্ট মাসে রেকর্ড ছুঁয়ে ৫৬ হাজারের ঘরে যায়। এদিকে, বর্তমানে যা পরিস্থিতি তাতে বহু বিশেষজ্ঞের ধারণা আগামী ৩ থেকে ৫ বছরক পর সোনার দাম দ্বিগুণ হয়ে যাবে। এদিকে এই প্রেক্ষাপটে এদিন ৫০ হাজারের অনেকটাই নিচে সোনার দাম রয়েছে।

রুপোর দাম

১ কেজিতে এদিন রুপোর দাম ০.৫৩ শতাংশ নামতে শুরু করেছে। ৩ অগাস্ট রুপোর দাম ১ কেজিতে হয়েছে ৬৭,৫২৮ টাকা। স্পট গল্ড ০.১ শতাংশ প্রতি আউন্সে কমেছে দামের দিক থেকে। ফলে এক আউন্সে স্পট গোল্ডের দাম ১,৮১৬.০৮ মার্কিন ডলার হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের রমরমার মাঝে আর্থিক দিক থেকেও বেশ পিছিয়ে পড়েছে বহু ক্ষেত্রে। এর প্রভাব ঘরোয়া বাজারেও পড়েছে। এদিকে দুর্বল লেবার মার্কেট দাতুর মূল্যের উপরনিচকে কার্যত ব্যাখ্যা করে দিচ্ছে।

গতকাল সোনা ও রুপোর দাম

রুপোর দাম ২ রা অগাস্ট ১ কেজিতে ৬৭,৮৩১ টাকা ছিল। বিয়ের মরশুমে গতকালও রুপোর দাম ৭০ হাজারের নিচে ছিল। ২ অগাস্ট সোনার দাম ১০ গ্রামে সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ হয় ৪৭,৮৭৫ টাকা। সকাল ১০ টা নাগাদ সোনার দাম ০.৬ শতাংশ বেশি উঠেছিল। যদিও সকালের দিকে ৯ টা ০৫ মিনিট নাগাদ সোনার দাম ০.১৩ শতাংশ পতনের দিকে যেতে শুরু করে বলে দেখা যায়।

সোনার দাম কলকাতায়

কলকাতায় বিয়ের মরশিম এখনও জারি রয়েছে। পাকা সোনার দাম শহরে ১ গ্রামে ৪৮৬৫ টাকা, ২৪ ক্যারেটে পাকা সোনার দাম ১০ গ্রামে ৪৮৬৫০ টাকা, গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে শহরে দাম ৪৬১৫ টাকা, ১০ গ্রামে দাম ৪৬১৫০ টাকা। ২২ ক্যারেটে হলমার্কের সোনার দাম ১ গ্রামে ৪৬৮৫ টাকা। ১০ গ্রামে দাম ৪৬৮৫০ টাকা।

রুপোর দাম কলকাতায়

প্রতি এক কেজিতে রুপোর বাটের দাম ৬৮৩০০ টাকা। খুচরো রুপোর বাটের দাম ৬৮,৪০০ টাকা আজ কলকাতায়। যেখানে আজ ৩ অগাস্ট রুপোর দাম ১ কেজিতে হয়েছে ৬৭,৫২৮ টাকা। সোমবার কলকাতায় রুপোর বাট ১ কেজিতে ৬৮৩০০ টাকা ছিল। খুচরো রুপোর দাম শহরে ১ কেজিতে হয় ৬৮৪০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

প্রসঙ্গত, ২২ ক্যারেটে চোন্নাইতে সোনার দাম ৪৫,৩৩০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৪৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৭৩৮-০ টাকা ২২ ক্যারেটে , ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৩৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,১৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫১,৪৩০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

অগাস্ট মাসে কোন কোন দিন সোনা কিনবেন ?

সোনা কিনে আনার জন্য বেশ কয়েকটি দিন বিশেষভাবে বাছাই করা থাকে। জ্যোতিষশাস্ত্র মতে এই বিশেষ দিনগুলিতে সোনা কিনলে সংসারে আসে উন্নতি ও সমৃদ্ধি। দেখে নেওয়া যাক অগাস্ট মাসের শুভদিনগুলি। দিনগুলি হল - ৬ অগাস্ট সকাল ৭:০৭ মিনিট-দুপুর ২টো, বিকেল ৪:১৯ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৩ মিনিট।

৮ অগাস্ট ৯:১৭ মিনিট-১১:৩৩ মিনিট। ১২ অগাস্ট বিকেল ৫:৫৯ মিনিট -৭:৪২ মিনিট।

১৩ অগাস্ট ৬:৪০ মিনিট-১১:১৩ মিনিট, দুপুর ১:৩৩ মিনিট -৭:৩৮ মিনিট। ১৫ অগাস্ট সকাল ৬:৩২ মিনিট-১১:০৫ মিনিট।
২২ অগাস্ট ৬: ৪৩ মিনিট-১২:৫৭ মিনিট, ৩:১৬ মিনিট -৭:০২ মিনিট।
২৯ অগাস্ট দুপুর ১২:৩০ মিনিট- সন্ধ্যে ৬:৩৫ মিনিট।
৩১ অগাস্ট দুপুর ১২:২২ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৭ মিনিট।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More GOLD News  

Read more about:
English summary
Ajker Sonar Rate Kolkata, West e Bengal Koto: Check 3 Agusut 2021 hallmark gold price in Kolkata and other cities of West Bengal from Bengali Oneindia.
Story first published: Tuesday, August 3, 2021, 15:21 [IST]