Daily News Update: মহিলাদের জ্যাভেলিন থ্রো-র ফাইনালে উঠতে ব্যর্থ ভারত, কম্পনের জেরে আতঙ্ক পোর্টব্লেয়ারে

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান এক জায়গায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় খবরের আপডেট একনজরে।

আন্দামানে ভূমিকম্প

এদিন সকালে আন্দামানে পরপর দুটি ভূমিকম্প। প্রথম ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪.৩। পোর্টব্লেয়ারের কাছে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই ভূমিকম্পটির সময় ছিল সকাল ৬.২৭। পরের ভূমিকম্পটি হয় সকাল ৭,২১-এ। রিখটার স্কেলে যার মাপ ছিল ৪.৬। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

ভোররাতে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হয়। যার জেরে কলেজস্ট্রি, ঠনঠনিয়ে-সহ বেশ কিছু জায়গায় জল জমে যায়। আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, বিশেষ করে চার জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

৩৭ পূর্ণ করলেন বিরাট

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ৩৭ বছর পূর্ণ করলেন। দেশের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া রথীকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন নেটিজেনরা। সেসবের মধ্যে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির অভিনন্দন বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জ্যাভেলিন থ্রো ইভেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ ভারত

টোকিও অলিম্পিকের অ্যাথলেটিক্সে একে একে হার মানছেন ভারতীয়রা। এবার মহিলাদের জ্যাভেলিন থ্রো ইভেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন অন্নু রানি। যোগ্যতা অর্জন পর্বে ১৪তম স্থান হাসিল করতে সক্ষম হয়েছেন। সর্বোচ্চ ৫৪.০৪ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়তে সক্ষম হয়েছেন ভারতীয় অ্যাথলিট। তাতে হতাশই হয়েছেন দেশের ক্রীড়া প্রেমীরা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Daily News Update in Bengali: Kolkata and West Bengal Coronavirus, Parliament, Tokyo Olympics, News in brief