|
দলের পাশে প্রধানমন্ত্রী
মঙ্গলবার টোকিও অলিম্পিকের সেমিফাইনাল দেখার জন্য সকাল সকাল টিভি খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পুরুষ হকি দলের ওই ম্যাচ দেখার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন দেশের প্রশাসনিক প্রধান। টিম ইন্ডিয়ার সাফল্য আশা করেছিলেন মোদী। তবে লড়াই করেও বেলজিয়ামের বিরুদ্ধে ওই ম্যাচ জিততে পারেনি মনপ্রীত সিংরা। তাত হতাশ না হয়ে বরং দলের পাশে দাঁড়িয়েছেন দেশের প্রধানমন্ত্রী। লিখেছেন, জেতা এবং হারা জীবনের অঙ্গ। ভারতের পুরুষ হকি দল যে লড়াইটা করেছে, তারই প্রশংসা করেছেন মোদী। মেন ইন ব্লু-কে আগামী ম্যাচের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন দেশের প্রশাসনিক প্রধান। ম্যাচ শেষে পরাজিত পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংয়ের সঙ্গে কথা বলেন মোদী। দলকে ব্রোঞ্জ পদকের ম্যাচের জন্য শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।
|
কিরেণ রিজিজু
টোকিও অলিম্পিকের সেমিফাইনালে ভারতের পুরুষ হকি দলের হারে হতাশ হননি দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। উল্টে তিনি মেন ইন ব্লু-কেও তিনি হতাশ হতে না করেছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় দেশের বর্তমান আইনমন্ত্রী লিখেছেন, ইতিমধ্যেই দেশকে গর্বিত করেছেন মনপ্রীত সিংরা। চেষ্টা করলে টোকিও গেমস থেকে মেন ইন ব্লু যে এখনও পদক আনতে পারে, তাও লিখেছেন রিজিজু।
|
অনুরাগ ঠাকুর
টোকিও অলিম্পিকের সেমিফাইনালে হেরে যাওয়া ভারতীয় পুরুষ হকি দলের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। লিখেছেন যে দুর্দান্ত খেলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন মনপ্রীত সিংরা। পদক জয়ের লক্ষ্যে এখনও একটি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই ম্যাচের জন্য মেন ইন ব্লু-কে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত টুইট তিনি রি-পোস্টও করেছেন।
|
পাশে হকি ইন্ডিয়া
বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনাল হেরে গেলেও ভারতীয় দলের পাশেই দাঁড়িয়েছে হকি ইন্ডিয়া। লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছে তারা। মঙ্গলবারের ম্যাচের ছবিও পোস্ট করেছে হকি ইন্ডিয়া।
|
ভারতীয় ফুটবল দল
টোকিও অলিম্পিকের ফাইনালে উঠতে না পারা দেশের পুরুষ হকি দলের পাশে দাঁড়িয়েছে ভারতীয় ফুটবল দল। শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে মেন ইন ব্লু-রা দুর্দান্ত লড়াই করেছে বলেও সোশ্যাল মিডিয়ায় সুনীল ছেত্রীদের তরফে লেখা হয়েছে। আগামী ম্যাচের জন্য ভারতীয় পুরুষ হকি দলকে শুভেচ্ছা জানিয়েছে গোটা দেশ।