আইন পাশ নাকি পাপড়িচাট, সংসদে ১২ আইন পাশ করানো নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ ডেরেকের

সংসদের উভয়কক্ষেই পেগাসাস নিয়ে বিরোধী সদস্যরা হইহট্টগোল করছেন। বারে বারে মুলতুবি হয়ে যাচ্ছে দুই কক্ষের অধিবেশন। তারই মধ্যে অবশ্য মোদী (narendra modi) সরকার বেশ কিছু আইন (law) পাশ করিয়ে নিয়েছে। আলোচনা ছাড়াই আইন পাশ করানো নিয়ে মোদী সরকারের তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল (trinamool congress) সাংসদ ডেরেক ও'ব্রায়েন (derek o'brien) ।

১০ দিনে ১২ আইন পাস

এদিন টুইট করে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেছেন, সংসদের বাদল অধিবেশনের প্রথম ১০ দিনে মোদী অমিত শাহ ঝড় তুলেছেন। বিল প্রতি সাত মিনি সময়ে ১২ টি বিল পাশ করিয়ে দেওয়া হয়েছে। আইনপাশের বিষয়টিকে পাপড়িচাট তৈরির সঙ্গে তুলনা করেছেন তিনি। সঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়েছেন #MASTERSTROKE #Parliament.

রাজ্যসভায় স্বল্প সময়ে আইন পাশ

ডেরেক টুইটে কয়েকটি আইন পাশের সময় উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যসভায় মন্ত্রীর ভাষণ বাদ দিয়ে ২৭ জুলাই মেরিন এইডস অ্যান্ড নেভিগেশন বিল পাশ করানো হয়েছে আট মিনিটে। ২৮ জুলাই জুভেনাইল জাস্টিস বিল ৫ মিনিটে পাশ করানো হয়েছে। ফ্যাক্টরিং রেগুলেশন বিল ৭ মিনিটে পাশ করানো হয়েছে। কোকোনাট ডেভেলপমেন্ট বিল পাশ করানো হয়েছে এক মিনিটে।

লোকসভা স্বল্পসময়ে আইন পাশ

২৬ জুলাই লোকসভায় ১৩ মিনিটে পাশ করানো হয়েছে ফ্যাক্টরিং রেগুলেশন বিল। ছয় মিনিটে পাশ করানো হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, এন্ট্রিপ্রেনিওরশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট বিল। ২৮ জুলাই ৫ মিনিটে পাশ করানো হয়েছে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্টসি বিল, ৯ মিনিটে পাশ করানো হয়েছে সাপ্লিমেন্টারি ডিমান্ডস ফর গ্রান্টস অ্যান্ড ডিমান্ডস ফর এক্সেস গ্রান্টস। ৩ মিনিটে পাশ করানো হয়েছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল। ২৯ জুলাই ৬ মিনিটে পাশ করানো হয়েছে ইনল্যান্ড ভেসেলস বিল। ওই একইদিনে ১৪ মিনিটে পাশ করানো হয়েছে এয়ারপোর্ট ইকনোমিক রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া বিল।

প্রতিমিনিটে রাজ্যসভায় ক্ষতি লক্ষের বেশি টাকা

সংসদের বর্ষাকালীন অধিবেশন বসার পরে প্রথম দুই সপ্তাহে রাজ্যসভায় ৫০ ঘন্টার মধ্যে কাজ হয়েছে ১০.০৮ ঘন্টা। রাজ্যসভার এক সূত্রের দাবি, রাজ্যসভায় অধিবেশন বারবার মুলতুবি হয়ে যাওয়ায় প্রতি মিনিটে ১.১১ লক্ষ টাকা ১.৩৯ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
১৯ জুলাই থেকে বসা সংসদের অধিবেশনে কাজ হয়েছে মাত্র ২১.৬০ শতাংশ।

এদিকে তৃণমূলের তরফে পেগাসাস নিয়ে আবারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারকে। দলের তরফে দাবি করা হয়েছে পেগাসাস নিয়ে কেন্দ্র তাদের অবস্থান স্পষ্ট করুক। এর আগেই তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন জানিয়ে দিয়েছিলেন, সংসদে পেগাসাস নিয়ে আলোচনা করতে হবে, না হলে তারা অধিবেশ চালাতে দেবেন না

সৌগতর পরে এবার রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, বাবুলকে নিয়ে বাড়ালেন জল্পনাসৌগতর পরে এবার রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, বাবুলকে নিয়ে বাড়ালেন জল্পনা

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TRINAMOOL CONGRESS News  

Read more about:
English summary
TMC MP Derek O'Brien slammed Centre over quick passing of legislation in parliament without any discussion.