দিলীপ ঘোষের জন্মদিনে প্রধানমন্ত্রী শুভেচ্ছা
অগাস্টের পয়লা তারিখে রাজ্য বিজেপি (bjp) সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh) জন্ম দিন (birthday) । এদিন সকালে দিলীপ ঘোষকে বাংলায় শুভেচ্ছা বার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। এই ঘটনায় আপ্লুত দিলীপ ঘোষ। তিনি নিজেই প্রধানমন্ত্রীর চিঠিকে টুইটারে শেয়ার করেছে। পাশাপাশি দিনটির বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাবলীও উল্লেখ করেছেন।
আর্জেন্তিনাকে ছিটকে দিয়ে অস্ট্রেলিয়ার সামনে জার্মানি
টোকিও অলিম্পিকে পুরুষদের হকির দুই সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেল। পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। অপর কোয়ার্টার ফাইনালে রিও অলিম্পিকে সোনাজয়ী আর্জেন্তিনাকে টোকিও থেকে ছিটকে দিয়েছে জার্মানি।
১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
এ মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই আগেভাগে কাজ সেরে নেওয়া জরুরি। অগাস্ট মাসে রিজার্ভ ব্যাঙ্কের হলিডে ক্যালেন্ডার অনুযায়ী ছুটির কারণে বন্ধ থাকবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। বন্ধ থাকবে বেসরকারি ব্যাঙ্কও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, ২ অগাস্ট সোমবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২ অগাস্ট সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি বা অতিভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে আকাশের মুখ একাধিক জায়গায় ভার থাকতে চলেছে। সব জেলারও কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
|
প্রয়াত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সিপিএম সাংসদ সুদর্শন রায়চৌধুরী প্রয়াত হলেন। শনিবার রাতে হুগলির উত্তরপাড়ার এক নার্সিংহোমে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। হুগলির কোন্নগরের বাসিন্দা প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন সাংসদ সুদর্শন রায়চৌধুরী বাড়িতেই অসুস্ত হয়ে পড়েন। তারপর রাত নটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
সতীশের টোকিও অভিযান শেষ
অলিম্পিকে সুপার হেভিওয়েট বিভাগে ভারতের প্রথম বক্সার হিসেবে নামার ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন সতীশ কুমার। তবে সেনাবাহিনীতে কর্মরত সতীশের টোকিও অভিযান রবিবার শেষ হয়ে গেল +৯১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে।
কান্দাহার বিমান বন্দরে রকেট হানা
তালিবানি তাণ্ডব কান্দাহার বিমান বন্দরে। একের পর এক রকেট হানায় কান্দাহার বিমান বন্দরের রানওয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত। পরপর তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
করোনার তৃতীয় ঢেউয়ের পদধ্বনি
করোনার আক্রমণে সপ্তাহ শেষে দৈনিক আক্রান্তের সংখ্য়া ফের একবার উদ্বেগজন অবস্থাতেই রয়ে যাচ্ছে। করোনার তীব্র দ্বিতীয় স্রোতের বাড়বাড়ন্তের পর ভারতে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ৪১ হাজারের ঘরে রয়েছে।
ড্রোনের আনাগোনায় উত্তেজনা কাশ্মীর উপত্যকায়
জম্মুতে ফের একবার দেখা গেল ড্রোন। সেখানের ডোমানা এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে গভীর রাতে একটি আন আর্মাড ভেহিক্যালের আনাগোনা দেখা যেতে শুরু করে। ৫ অগাস্ট ২০১৯ সালে দিল্লির বুক থকে এক ঐতিহাসিক ঘটনায় কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়। এ বছর ৫ অগাস্টের আগে ফের ড্রোনের আনাগোনায় উত্তেজনা উপত্যকায়।
এক অলিম্পিকে পঞ্চম সোনা জিতে ইতিহাসে নাম লেখালেন ড্রেসেল
টোকিও অলিম্পিকে সাঁতারে পঞ্চম সোনাটি জিতে ইতিহাস ছুঁলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালেব ড্রেসেল। তিনি একই অলিম্পিকে ৫ সোনা জিতলেন পঞ্চম সাঁতারু হিসেবে। ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতার পর এদিনই তিনি সোনা জিতলেন ফোর ইনটু হান্ড্রেড মেডলি রিলেতে।
ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় ঝড় তুললেন ফের
রবিবার ভোর রাতের দিকে ফের একটি ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় ঝড় তোলেন দিলীপ ঘোষ ও কুণাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে নিজের বক্তব্য পেশ করে।
হাফিজের কৃপণতম বোলিং এগিয়ে দিল পাকিস্তানকে
সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। বাবর আজমের দল দ্বিতীয় টি ২০ ম্যাচে প্রভিডেন্স স্টেডিয়ামে কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজকে হারাল ৭ রানে। চার ওভারে ১ মেডেন-সহ ছয় রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন হাফিজ।
অবস্থান স্পষ্ট করলেন বাবুল!
ফেসবুক পোস্টে 'গুরুত্বপূর্ণ লাইন মুছে' যাওয়া নিয়ে গভীর রাতে অবস্থান স্পষ্ট করলেন বিজেপি সাংসদ প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়।