কান্দাহার বিমান বন্দরে রকেট হানা
তালিবানি তাণ্ডব কান্দাহার বিমান বন্দরে। একের পর এক রকেট হানায় কান্দাহার বিমান বন্দরের রানওয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত। পরপর তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
করোনার তৃতীয় ঢেউয়ের পদধ্বনি
করোনার আক্রমণে সপ্তাহ শেষে দৈনিক আক্রান্তের সংখ্য়া ফের একবার উদ্বেগজন অবস্থাতেই রয়ে যাচ্ছে। করোনার তীব্র দ্বিতীয় স্রোতের বাড়বাড়ন্তের পর ভারতে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ৪১ হাজারের ঘরে রয়েছে।
ড্রোনের আনাগোনায় উত্তেজনা কাশ্মীর উপত্যকায়
জম্মুতে ফের একবার দেখা গেল ড্রোন। সেখানের ডোমানা এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে গভীর রাতে একটি আন আর্মাড ভেহিক্যালের আনাগোনা দেখা যেতে শুরু করে। ৫ অগাস্ট ২০১৯ সালে দিল্লির বুক থকে এক ঐতিহাসিক ঘটনায় কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়। এ বছর ৫ অগাস্টের আগে ফের ড্রোনের আনাগোনায় উত্তেজনা উপত্যকায়।
এক অলিম্পিকে পঞ্চম সোনা জিতে ইতিহাসে নাম লেখালেন ড্রেসেল
টোকিও অলিম্পিকে সাঁতারে পঞ্চম সোনাটি জিতে ইতিহাস ছুঁলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালেব ড্রেসেল। তিনি একই অলিম্পিকে ৫ সোনা জিতলেন পঞ্চম সাঁতারু হিসেবে। ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতার পর এদিনই তিনি সোনা জিতলেন ফোর ইনটু হান্ড্রেড মেডলি রিলেতে।
ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় ঝড় তুললেন ফের
রবিবার ভোর রাতের দিকে ফের একটি ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় ঝড় তোলেন দিলীপ ঘোষ ও কুণাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে নিজের বক্তব্য পেশ করে।
হাফিজের কৃপণতম বোলিং এগিয়ে দিল পাকিস্তানকে
সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। বাবর আজমের দল দ্বিতীয় টি ২০ ম্যাচে প্রভিডেন্স স্টেডিয়ামে কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজকে হারাল ৭ রানে। চার ওভারে ১ মেডেন-সহ ছয় রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন হাফিজ।
অবস্থান স্পষ্ট করলেন বাবুল!
ফেসবুক পোস্টে 'গুরুত্বপূর্ণ লাইন মুছে' যাওয়া নিয়ে গভীর রাতে অবস্থান স্পষ্ট করলেন বিজেপি সাংসদ প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়।