প্রথম সেটে সহজ জয়
বিশ্বের পাঁচ নম্বর তারকা আলেকজান্ডার জেরেভ এটিপি ট্যুর জিতলেও গ্র্যান্ড স্ল্যাম অর্জন করতে পারেননি। ২০২০ সালের মার্কিন ওপেনের ফাইনাল তাঁকে হারতে হয়েছিল। তাই টোকিও অলিম্পিক থেকে সোনা জিততে বদ্ধপরিকর ছিলেন জার্মান তারকা। ফাইনালে সেই মতো পারফরম্যান্সও করেন জেরেভ। ম্যাচের শুরু থেকেই তিনি নিজের প্রাধান্য কায়েম করেন। এই সেটে মাত্র তিনটি গেম জিততে সক্ষম হন রাশিয়ার প্রতিদ্বন্দ্বী। প্রতিপক্ষের দুটি সার্ভিস ব্রেক করেন জেরেভ। ৬-৩ গেমে ওই সেট জিতে ম্যাচে এগিয়ে যান বিশ্বের পাঁচ নম্বর টেনিস তারকা।
দ্বিতীয় সেটে দাঁড়াতে পারেননি প্রতিপক্ষ
প্রথম সেট যেখানে শেষ করেন সেখান থেকেই দ্বিতীয় সেটের লড়াই শুরু হয়। যাকে একপেশে যুদ্ধ বললে ভুল হবে না। কারণ এই সেটে দাঁত ফোটাতেই পারেননি রাশিয়ান অলিম্পিক কমিটির কারেন কাচানভ। অনেক কষ্ট করে মাত্র একটি গেম জিততে সক্ষম হন বিশ্বের ২৫ নম্বর টেনিস তারকা। অন্যদিকে প্রতিপক্ষের চারটি সার্ভিস ব্রেক করতে সক্ষম হন জেরেভ। ৬-১ ফলাফলে ওই সেট এবং ম্যাচ জিতে সোনা ঘরে তোলেন জার্মান তারকা। জেরেভের ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, ডাউন দ্য লাইনের কোনও জবাব দিতে পারেননি কাচানভ।
জকোভিচকে হারিয়ে
টোকিও অলিম্পিকের টেনিসের পুরুষদের সিঙ্গলস বিভাগের সেমিফাইনালে নোভাক জকোভিচের মুখোমুখি হয়েছিলেন আলেকজান্ডার জেরেভ। বিশ্বের এক নম্বর টেনিস তারকার বিরুদ্ধে নিজের সেরাটা উজাড় করে দেন জার্মানির তারকা। যদিও ম্যাচের প্রথম সেট সহজেই জিতেছিলেন জকোভিচ। ফলাফল ছিল ৬-১। সেখান থেকেই ম্যাচে ফিরেছিলেন বিশ্বের পাঁচ নম্বর টেনিস তারকা। ক্রমশ পিছিয়ে গিয়েছিলেন জকোভিচ। ম্যাচের দ্বিতীয় সেট ৬-৩ ফলাফলে জিতেছিলেন জেরেভ। তৃতীয় সেট ১-৬ ফলাফলে হারতে হয়েছিল নোভাককে। এরপর তৃতীয় স্থান নির্ধারক ম্যাচেও হেরে যান জকোভিচ।
মহিলাদের ডাবলস
টোকিও অলিম্পিকের মহিলাদের ডাবলস ইভেন্টে সোনা জিতল চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজসিকোভা ও কাটেরিনা সিনিয়াকোভা। ফাইনালে সুইজারল্যান্ডের ভিক্টোরিজা গোলুবিচ ও বেলিন্দা বেনসিচ জুটিকে তারা হারিয়ে দিয়েছে। ম্যাচের প্রথম সেটে লড়াই হয় হাড্ডাহাড্ডি। ৭-৫ ফলাফলে সেটি জেতে চেক জুটি। দ্বিতীয় সেটে খেলা হয় একপেশে। ওই সেট ৬-১ ফলাফলে জিতে যান বারবোরা ক্রেজসিকোভা ও কাটেরিনা সিনিয়াকোভা।