টোকিও অলিম্পিকে পুরুষদের বক্সিংয়ের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন অমিত পানঘাল। কলম্বিয়ার য়ুবেরজেন মার্টিনেজের কাছে শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাঁকে। ভারতের বিপক্ষে ফলাফল ১-৪। লাভলিনা বরগোঁহাইয়ের সাফল্যের একদিন পর পানঘালের হারে হতাশ দেশের ক্রীড়াপ্রেমীরা।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!