টোকিও অলিম্পিকে তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতের অতনু দাস। হাড্ডাহাড্ডি ম্যাচে ৬-৪ ফলাফলে হেরে গিয়েছেন ভারতীয় আর্চার। সেই সঙ্গে টোকিও গেমসের তিরন্দাজিতে শেষ হল ভারতের আশাও। তাতে হতাশ দেশের ক্রীড়াপ্রেমীরা।
তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রাক্তন সোনাজয়ী অলিম্পিয়ানকে হারিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে আশা জাগিয়েছিলেন অতনু। প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁর কাছ থেকে আরও ভাল পারফরম্যান্স আশা করা হয়েছিল। সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন বাংলার তিরন্দাজ। জাপানের তাকাহারু ফুরুকাওয়ার বিরুদ্ধে হেরে শেষ আটে পৌঁছতে ব্যর্থ হলেন অতনু।
ম্যাচের প্রথম সেটের প্রথম শট থেকে ৯ পয়েন্ট অর্জন করেন অতনু। শেষ দুই শট থেকে মাত্র ১৬ পয়েন্ট (৮+৮) পয়েন্ট অর্জন করতে সক্ষম হন বাংলার তিরন্দাজ। তিনি মোট ২৫ পয়েন্ট অর্জন করেন। ২৭ পয়েন্ট নিয়ে ওই রাউন্ড জেতেন জাপানের তিরন্দাজ। দ্বিতীয় সেটে প্রত্যাবর্তন ঘটে অতনুর। মোট ২৮ পয়েন্ট (১০+৯+৯) অর্জন করেন বাংলার তিরন্দাজ। ওই সেটে সমান পয়েন্ট পান জাপানের আর্চার।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!