এবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

সকাল থেকে আকাশ মেঘলা। সকালেই দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় খুব সামান্য বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় রয়েছে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী এদিন উত্তরবঙ্গের দু-একটি জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১ অগাস্ট রবিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ অগাস্ট সোমবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী ৩-৪ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ২ অগাস্ট সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, সব জেলারও কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিলাস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৪.২)
বালুরঘাট (২৬.৮)
বাঁকুড়া (২৪.৫)
ব্যারাকপুর (২৫.৪)
বহরমপুর (২৪.২)
বর্ধমান (২৩)
ক্যানিং (২৩)
কোচবিহার (২৬)
দার্জিলিং (১৬.২)
দিঘা (২৫.৮)
কলকাতা (২৫.৭)
মালদহ (২৭.১)
পানাগড় (২৫.৯)
পুরুলিয়া (২৪.১)
শিলিগুড়ি (২৬.৮)
শ্রীনিকেতন (২৫.৩)

বৃষ্টি চলতে পারে ১৬ অক্টোবর পর্যন্ত

আবহবিদদের মতে কতদিন ধরে বক্ষার বৃষ্টি চলবে তা এখনও বলা সম্ভব নয়। অগাস্ট মাস জুড়ে যে বৃষ্টি চলবে তা বলাই যায়। সেই বৃষ্টির বেশিরভাগটাই হবে নিম্নচাপের জেরে। এই বৃষ্টি অক্টোবরের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত চলতে পারে। কেননা সাধারণভাবে রাজ্য থেকে বর্ষা বিদায় নেয় ওই সময়ে। রাজ্যে নতুন করে মৌসুমী বায়ু প্রবেশ না করলেও, বঙ্গোপসাগের নিম্নচাপ মৌসুমী বায়ুকে টেনে নিয়ে আসছে।

ক্রমশ সরছে নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে। যা ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ বিহার এবং দক্ষিণ উত্তর প্রদেশে যেতে চলেছে। অন্যদিকে একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে শুরু হয়ে, উত্তরপ্রদেশ, গয়া হয়ে এই নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More WEATHER News  

Read more about:
English summary
Weather office says, heavy rain may happen in several north Bengal districts but not in South Bengal
Story first published: Saturday, July 31, 2021, 8:28 [IST]