টোকিও অলিম্পিকের পুল এ-র গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ভারতের মহিলা হকি দল। ১-০ গোলের রুদ্ধশ্বাস জয়ের পর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর রাস্তাও জিইয়ে রাখলেন রানি রামপালরা। পুলের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে টোকিও অলিম্পিকের শেষ আটে পৌঁছে ইতিহাস রচনা করবে ভারতের মহিলা হকি দল।
পুল এ-র প্রথম তিন ম্যাচ হারতে হয়েছিল ভারতের মহিলা হকি দলকে। এই তিন ম্যাচে ১১টি গোল হজম করতে হয়েছিল রানি রামপালদের। ক্ষুব্ধ কোচ খেলোয়াড়দের পারফরম্যান্স ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এহেন পরিস্থিতিতে শেষ আটের লড়াইয়ে জিইয়ে থাকতে হলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচ জিততেই হত ওমেন ইন ব্লু-কে। চাপের মধ্যে সেই কাজটি ফেলল রামপাল বাহিনী।
ম্যাচের শুরু থেকেই ভারতের মহিলা হকি দলের খেলোয়াড়দের খেলায় মরিয়া ভাব চোখে পড়ে। শুরু থেকেই আক্রমণে উঠতে থাকেন সবিতা, নভনীতরা। প্রথম কোয়ার্টারে একাধিক পেনাল্টি কর্নার পেয়েও সেগুলি কাজে লাগাতে পারেনি ভারত। বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করে আয়ারল্যান্ড। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। গোল করার মতো পরিস্থিতি তৈরিও করে ভারত-আয়ারল্যান্ড। তবু ওই অর্ধে সফলতা পায়নি কোনও দলই।
Those who hold their nerves, cross the line. 💪
— Hockey India (@TheHockeyIndia) July 30, 2021
Some glimpses from our hard-fought win against Ireland. 💙#IREvIND #HaiTayyar #IndiaKaGame #TeamIndia #Tokyo2020 #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/DuOYPsqSS1
তৃতীয় কোয়ার্টারে ফের মরিয়া হয়ে আক্রমণে উঠতে থাকেন রানি রামপালরা। বেশ কয়েকটি পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হয় ভারতীয় দল। ওই অর্ধে গোল পায়নি আয়ারল্যান্ডও। অবশেষে ম্যাচের চতুর্থ কোয়ার্টারে সফলতা পায় ভারতের মহিলা হকি দল। ম্যাচের ৫৭ মিনিটের মাথায় গোল করে দেশকে এগিয়ে দেন নভনীত কৌর। একদম শেষ মুহু্র্তের ওই গোল শোধ করতে পারেনি আয়ারল্যান্ড।
এই জয়ের ফলে পুল এ-তে চার ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ভারতের মহিলা হকি দল। গোলপার্থক্যে আয়ারল্যান্ডের থেকে একধাপ পিছিয়ে রয়েছেন রানি রামপালরা। শেষ আটে পৌঁছতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের শেষ পুলের ম্যাচ জিততেই হবে ওমেন ইন ব্ল-কে। যার মাধ্যমে নতুন ইতিহাস রচনা করতে পারবেন ভারতের মহিলা হকি দল।
ভারতীয় মহিলা হকি দলের এই পারফরম্যান্সের উচ্ছ্বসিত হয়েছেন দেশের ক্রীড়া প্রেমীরা। রানি রামপালদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। এই জয়ের জন্য টুইট করে মহিলা দলকে শুভেচ্ছা জানিয়েছে হকি ইন্ডিয়া।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!