শক্তি বাড়াচ্ছে মৌসুমী বায়ু, জেলায় জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস দেশের বিভিন্ন প্রান্তে

বাদ নেই দেশের কোনও অংশ! দক্ষিণ ভারতে ইতিমধ্যেই প্রবল বর্ষণের জেরে প্লাবিত বহু এলাকা। এরই মাঝে মধ্য, উত্তর, পূর্ব ও পশ্চিম ভারতে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আবহাওয়া (Weather) দফতরের খবর অনুযায়ী, বর্ষার কালো মেঘে এবার ঢাকতে চলেছে দেশের একাধিক রাজ্য।

১৫ জেলায় কমলা সতর্কতা

মধ্যপ্রদেশের ১৫ জেলায় এই মুহূর্তে কনলা সতর্কতা জারি হয়েছে। সেখানে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। ঝড় ও বৃষ্টির সঙ্গে সেখানে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে বৃষ্টির পরিমাণ সেখানে ৬৪ .৫ মিলিমিটার থেকে ১১৫.৫ মিলিমিটার পর্যন্ত হতে পারে বলে শোনা গিয়েছে।

আরও শক্তিশালী হচ্ছে মৌসুমী বায়ু

এদিকে আবহাওয়া দফতর সূত্রের খবর , আরএ শক্তিশালী হচ্ছে মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী দিনগুলিতে শক্তি বাড়িয়ে বৃষ্টির তেজ বাড়িয়ে দিতে চলেছে বলে খবর। যার ফলে ভারতের পশ্চিম প্রান্তে ১১৫ থেকে ২০৪ মিলিমিটার বৃষ্টিরপাত হওয়ার কথা রয়েছে বলে খবর। এরফলে আজমেঢ় , নাগৌর, সিকর এ লাল সতর্কতা জারি হয়েছে। কমলা সতর্কতা জারি রয়েছে জয়পুর, ঝুনঝুনু, টঙ্ক, কোটা, ভিলওয়াড়ায়।

ঘূর্ণাবর্ত উত্তরপ্রান্তে

এদিকে, উত্তরপ্রদেশের আকাশে একটি ঘূর্ণাবর্তের সঞ্চার হয়েছে বলে জানা গিয়েছে। এর জেরে, উত্তরপ্রদেশ সহ সংলগ্ন মধ্যপ্রদেশের বুকে ভয়াবহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে এই ঘূর্ণাবর্তের জেরে প্রবল জলীয় বাষ্পের সঞ্চার হচ্ছে। ফলে উত্তর ও মধ্য মধ্যপ্রদেশ বেশ ভিজতে শুরু করেছে। মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বুকে এর ফলে সীমান্ত এলাকায় প্রবল বর্ষণ হয়েছে।

মেঘভাঙা বৃষ্টি থেকে বন্যা

এদিকে, হিমাচল প্রদেশের বুকে মেঘভাঙা বৃষ্টির প্রবল তোড় দেখা যাচ্ছে। যার ফলে লাহুল স্পিতিতে আটকে পড়েছেন ১৭৫ জন। দিল্লি ও উত্তরপ্রদেশের অদোর বর্ষণে মৃত্যু হয়েছ ২জনের। জম্মুর কাছে হোঞ্জারা গ্রামে প্রবল বন্যায় জনের মৃত্যুর খবর এসেছে।

কলকাতায় প্রবল বর্ষণ

এদিকে, বিভিন্ন রাজ্যে আবহাওয়ার জেরে লাল সতর্কতা জারি হওয়ায় ঘটনার পাশাপাশি, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতায়। কল্লোলিনী তিলোত্তমা ইতিমধ্যেই বৃহস্পতিবারের বৃষ্টিতে জলমগ্ন। তার উপর সকাল থেকেই কলকাতায় বৃষ্টি হচ্ছে। এদিকে, আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিনও সক্রিয় থাকবে নিম্নচাপ। তবে বিকেল থেকে আবহাওয়ার পরিস্থিতিত খানিকটা ভালো হয়ে যাবে।

মৌসুমী অক্ষরেখার প্রভাব আরও ২ দিন বৃষ্টি

এদিকে , জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে শনিবার পর্যন্ত বাংলার বাভিন্ন জায়গায় প্রবল বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার ও শনিবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের বৃষ্টির ফলে সংলগ্ন বাংলার বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More WEATHER News  

Read more about:
English summary
IMD Predicts widespread rainfall activity with isolated heavy to very heavy falls is very likely to continue .