রাশিয়ান অলিম্পিক কমিটির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ টাইব্রেকারে জিতলেন দীপিকা কুমারী। সেই সঙ্গে টোকিও অলিম্পিকের তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় আর্চার। তাঁর এই জয়ে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া প্রেমীরা। আজই শেষ আটের মোকাবিলায় নামবেন দীপিকা।
প্রি-কোয়ার্টার ফাইনালের শুরুটা দুর্দান্তভাবেই করেন দীপিকা। তিন শট থেকে যথাক্রমে ৯, ১০ ও ৯ পয়েন্ট অর্জন করেন ভারতীয় তিরন্দাজ। মোট ২৮ পয়েন্ট নিয়ে ওই সেট জেতেন কুমারী। রাশিয়ান অলিম্পিক কমিটির কসিনা পেরোভা ওই সেট থেকে ২৫ পয়েন্ট অর্জন করতে সক্ষম হন। দ্বিতীয় সেটের শুরুটাও দুর্দান্তভাবেই করেন দীপিকা। প্রথম দুটি তির থেকে ১০ ও ৯ পয়েন্ট অর্জন করেন ভারতীয় তিরন্দাজ। কিন্তু তাঁর তিরটি মাত্র সাত পয়েন্ট ঘরে তুলতে সক্ষম হয়। ফলে সবমিলিয়ে ওই সেটে ২৬ পয়েন্ট অর্জন করেন দীপিকা। ২৭ পয়েন্ট নিয়ে ওই মোকাবিলা জিতে যান রাশিয়ান তিরন্দাজ।
ম্যাচের তৃতীয় সেটে প্রত্যাবর্তন ঘটে দীপিকা কুমারীর। তাঁর প্রথম দুটি তির ১০ ও ৯ পয়েন্ট অর্জন করে। তৃতীয় শট থেকেও ৯ পয়েন্ট অর্জন করেন দীপিকা। মোট ২৮ পয়েন্ট অর্জন করে ওই সেট জিতে ব্যবধান বাড়ান ভারতীয় আর্চার। চতুর্খ সেটে দুটি ৯ পয়েন্ট হাসিল করা দীপিকার ভাগ্যে জোটে একটি আটও। ভারতীয় তিরন্দাজ মোট ২৬ পয়েন্ট অর্জন করলেও ওই সেটটি অমীমাংসিতভাবে শেষ হয়। পঞ্চম সেটটি হেরে যান দীপিকা কুমারী। ২৫-২৮ ফলাফলে সেটের ফয়সলা নির্ধারিত হয়।
এরপর ওয়ান শট টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের জয়ী নির্ধারণ করা হয়। রাশিয়ার আর্চারের তির ৭ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। ১০ পয়েন্ট অর্জন করে স্নায়ুর যুদ্ধ এবং ম্যাচ জিতে যান দীপিকা। তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার আন সানের বিরুদ্ধে খেলতে নামবেন ভারতীয় তিরন্দাজ। টোকিও অলিম্পিকের দলগত ইভেন্টে ইতিমধ্যেই দুটি সোনা জিতেছেন কোরিয়ান প্রতিযোগী।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!