পিএসির প্রথম বৈঠক
আজ প্রথম বৈঠক ছিল পাবলিক অ্যাকাউন্ট কমিটির। প্রথম বৈঠক নিয়ে উত্তেজনা ছিল। কারণ মুকুল রায়কে কিছুতেই পিএসির চেয়ারম্যান মেনে নিতে রাজি ছিলেন না বিজেপির বিধায়করা। প্রথম থেকেই পিএসির বৈঠক বয়কট করার কথা বলেছিলেন তাঁরা। সেটা করলেনও তাঁরা। পিএসির প্রথম বৈঠকেই ছিলেন না বিজেপির কোনও বিধায়ক। এমনকী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও দেখা যায়নি সেই বৈঠকে।

অনুপস্থিত মুকুল রায়
পিএসির চেয়ারম্যান অথচ প্রথম বৈঠকেই অনুপস্থিত বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়। প্রথম ৈবঠকই এড়িয়ে গেলেন তিনি। শুভেন্দুকে এড়িয়ে যেতেই কী মুকুল রায়ের বৈঠকে যোগ না দেওয়া এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে বিজেপি বিধায়কদের অনুপস্থিতি এক প্রকার প্রথম পিএসি বৈঠক কার্যত ভন্ডুল করে দিয়েছে। পিএসি নিয়ে চলছে জোর জল্পনা।
তৃণমূলে মুকুল রায়
কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতলেও শেষ পর্যন্ত বিজেপিতে নিজেকে টিকিয়ে রাখতে পারেননি মুকুল রায়। সেই পুরনো দলেই ফিরেছেন তিনি। একুশের ভোটের প্রথম থেকেই কোণঠাসা হয়েছিলেন মুকুল। বিশেষ করে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর। শুভেন্দুর গুরুত্ব অনেক বেশি বেড়েছিল বিজেপিতে। কেন্দ্রীয় নেতারা শুভেন্দুকে বেশি গুরুত্ব দিয়েছেন ভোটে। কিন্তু সেরকম ফলাফল করে উঠতে পারেনি বিজেপি। ভোটের ফল প্রকাশের পর থেকেই মুকুলের সঙ্গে দূরত্ব আরও বাড়তে শুরু করে বিজেপির। বিশেষ করে মুকুল রােয়র স্ত্রী অসুস্থ হয়ে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু বিজেপির কোনও নেতা তখনও দেখতে যাননি। পরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দেখতে যান. কিন্তু প্রকাশ্যেই মুকুল দাবি করেন দিলীপ কাউকে না জানিয়েই গিয়েছিলেন তাঁর স্ত্রীকে দেখতে। তারপর থেকেই বিজেপির সঙ্গে ফাটল আরও চওড়া হতে শুরু করে। শেষ পর্যন্ত জল্পনার অবসান ঘটিয়ে পুত্র শুভ্রাংশুকে নিয়ে বিজেিপতে যোগ দেন মুকুল রায়।
পিএসির চেয়ার ম্যান পদ নিয়ে বিতর্ক
বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়েই মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাতেই প্রবল আপত্তি জানাতে থাকেন শুভেন্দু অধিকারীরা। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হন তিনি। বিধানসভার অধ্যক্ষের কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি পর্যন্ত জানিয়েছিলেন তিনি। এমনকী মুকুল রায়ের বিরুদ্ধে যাতে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ করা যায় তার জন্য হাইকোর্টে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার আবেদন জানিয়ে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে মুকুল রায় বিধায়ক পদ থেকে ইস্তফা না দিলেও তাঁকেই পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। প্রতিবাদে একাধিক চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বিজেপি বিধায়করা। এমনকী শুভেন্দু নেতৃত্বে বিধানসভায় ওয়াক আউট পর্যন্ত হয়েছে।
মোদী থেকে সোনিয়া-সাক্ষাতে স্পষ্ট তাঁর ‘দ্বৈত-ভূমিকা'! দিল্লি সফরে কী পেলেন মমতা