রাতভর অঝোর বর্ষণে কলকাতায় জলের তলায় একাধিক রাস্তা, ক্রমেই ঘনাচ্ছে বিপর্যয়

প্রবল বৃষ্টিপাতের মধ্যে কলকাতার পরিস্থিতি ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। গোটা শহরের একাংশ জলমগ্ন। রাতভর বৃষ্টিতে নাকাল জনজীবনে একাধিক রাস্তা জলমগ্ন হতেই বিপর্যয়ের পরিমাণ বাড়ছে। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় পুরসভার তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। একনজরে দেখা যাক শহরের জল যন্ত্রণা।

জলস্তর নামাতে কলকাতা পুরসভার উদ্যোগ

রাতভর বৃষ্টিতে রীতিমতো নাকাল কলকাতার জনজীবন। বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত লকগেট খোলা রেখেছিল কলকাতা পুরসভা। পুরসভার তরফে দাবি,বৃষ্টিপাতের পরিমাণ যদি ২০০ মিলিমিটারের মধ্যে থাকে, তাহলে জল নামানো কিছুটা সহজ হয়। এদিকে, জানা গিয়েছে, শহরের জলমগ্ন রাস্তা সাফ করতে ৪৫০ টি পাম্প এই মুহূর্তে চালানোর প্রক্রিয়ায় রয়েছে কলকাতা পুরসভা।

বিদ্যুৎস্পৃষ্ট কতজন?

এদিকে জানা গিয়েছে , প্রবল বৃষ্টিতে কলকাতার একাংশ বিপর্যয়ে পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা সামনে আসছে। সেক্ষেত্রে আলিপুর আদালতের দুই আইনজীবী সহ ৩ জন জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছেন বলে খবর। এছাড়াও কলকাতার জোড়াবাগানে একজন বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।

শহরের কোন কোন জায়গায় জমল জল?

রাতভর বৃষ্টির জেরে শহরের একাধিক রাজপথ জলমগ্ন। সকাল থেকেই বহু ক্ষেত্রে মানুষ রাস্তায় বেরিয়ে বিপর্যয়ে পড়েছেন। ঘোর বর্ষায় কলকাতার ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, লালবাজার, মুক্তরামবাবু স্ট্রিট, এমজি রোড, গণেশ চন্দ্র এভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ জলমগ্ন। অন্যদিকে, প্রতিবারের মতো এবারও জলের নিচে বেহালার একাংশ, এদিকে খিদিরপুর, আহর্মস্ট স্ট্রিট, ট্যাংরা, আলিপুর রয়েছে জলের তলায়।

বৃষ্টিপাতের পরিমাণ

ইতিমধ্যেই জলযন্ত্রণা নিয়ে রাজ্যের একাধিক জেলার জন্য লালা সতর্কতা জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, সপ্তাহের মধ্যভাগে টানা বর্ষণে নাকাল রাজ্য। অন্যদিকে, জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে দুপুর পর্যন্তই শুধুমাত্র ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার সকাল হতেই দলমগ্ন রাস্তা পেরিয়ে অফিস যেতে ভোগান্তির মুখোমুখি অফিস যাত্রীরা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More WEATHER News  

Read more about:
English summary
Water Logging in Kolkata: Various part of the city is under water due to heavy Rain amid Low pressure formation in Bay of Bengal.
Story first published: Friday, July 30, 2021, 8:49 [IST]