ড্রোন হামলার পর পাকিস্তানের গুপ্তচর সংস্থার নয়া ফন্দি-ফিকির শুরু ভারতীয় সেনাকে টার্গেটে রেখে! জারি অ্যালার্ট

কয়েক সপ্তাহ আগে জম্মুর বিমানবন্দরে ড্রোন হামলা কার্যত ঘুম উড়িয়ে দেয় দিল্লির। ঘটনায় কেউ হতাহত না হলেও বিষয়টি ভারতের নিরাপত্তাবাহিনীর সামনে বড় চ্যালেঞ্জ নিয়ে আসে । এবার স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের তরফে আরও একবার নতুন প্যাঁয়তারা শুরু হয়েছে বলে খবর ভারতীয় গোয়েন্দা সূত্রে।

আসছে ফেক ফোন কল!

জানা গিয়েছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এবার নয়া ফন্দি এঁটেছে। বহু ভারতীয় সেনা জওয়ানের কাছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার তরফে আসতে শুরু করে দিয়েছে ফেক ফোন কল। এই ধরনের একাধিক ঘটনার পর থেকে গোটা ফোর্সে জারি হয়েছে অ্যালার্ট।

প্রযুক্তি ও যুদ্ধাস্ত্র

প্রসঙ্গত, আপাতত প্রযুক্তিকে ব্যবহার করে সমর-ভূমি জয় করতে চাইছে পাকিস্তান। এমনই তথ্য গোয়ান্দা সূ্ত্রে। আর সেই কারণেই পাকিস্তান ড্রোনের পর এবার ফেক ফোন কল কে হাতিয়ার করে ভারতের নিরাপত্তার গভীর জাল কাটতে চাইছে।

ফোনে কোন ভুয়ো পরিচয় দেওয়া হচ্ছে?

বহু সেনা প্রতিষ্ঠানে পাকিস্তানের গুপ্তচর বাহিনী আইএসআইএয়ের তরফে আসছে ফোন। সেখানে ফোনের অপর প্রান্ত থেকে বলা হচ্ছে , সেই ব্যক্তি একজন ভারতীয় সেনার একজন উচ্চপদস্থ পদাধীকারী। আর এই ভুয়ো পরিচয় দিয়ে সেনার অন্দরের তথ্য হাতানোর চেষ্টা চলছে বলে খবর।

স্বাধীনতা দিবসের আগে তুঙ্গে তৎপরতা

একদিকে ড্রোনের আনাগোনা , অন্যদিকে এভাবে পর পর ফেক ফন কল-এর পর রীতিমতো তৎপর পশ্চিমপ্রান্তের সেনা বিভাগ। সেনা আপাতত সামনে স্বাধীনতা দিবসকে রেখে রীতিমতো তৎপর। সমস্ত সেনা হেড কোয়ার্টারে এই ইস্যুতে জারি হয়েছে অ্যালার্ট।

জুলাইতে কী ঘটে গিয়েছে?

এর আগে ২৩ জুলাই নাগাদ জম্মু ও কাশ্মীর পুলিশ একটি হেক্সাকপ্টার ড্রোনকে গুঁড়িয়ে দেয়। মূলত, গত ২৭ জুন প্রথমবার জম্মুর বিমানবন্দরে ড্রোনের হামলা হয়। ভারতীয় সেনা পরিচালিত এই বিমানবন্দরে আচমকাই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে চারিদিক। মুহূর্তে তৎপর সেনা আকাশে স্পট করে ড্রোন। তাকে ধ্বংস করা হলেও, পরে জনা যায়, পাকিস্তানের ফন্দি ফিকিরে জঙ্গি মদতে ওই ড্রোন ভারতের প্রতিরক্ষার আঁতুর ঘরে ঢুকে পড়ে। মূলত ড্রোনের টার্গেট ছিল সেনার বিমানবন্দরে থাকা হেলিকপ্টারগুলি। এমনই তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়। পরে বিষয়টির তদন্তে নামে এনআইএ।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More JAMMU AND KASHMIR News  

Read more about:
English summary
Pakistani agencies are making fake calls to Indian security agencies. Alert issued amid drone threats in Jammu.