মোদীর দিল্লিতে বিজেপি নেতার সঙ্গে মমতার বৈঠক
আজ দুপুর ২ টোয় দিল্লির বুকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মমতার। মুখ্যমন্ত্রী এর আগে বিজেপি মন্ত্রীদের মধ্যে কেবলই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দিল্লির বুকে। তারপর এই প্রথমবার মোদীর রাজনীতির এলাকা দিল্লিতে কোনও বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মমতা।
বিকেল ৪ টেয় কোথায় মিটিং?
দিল্লির বুকে নিতিন গড়করি ছাড়াও মমতা বৈঠক করবেন ডিএমকে নেত্রী কানিমোঝির সঙ্গে। বিরোধী ঐক্যে আরও জোয়ার আনতে বাংলার অগ্নিকন্যার এই বৈঠকগুলি বেশ তাৎপর্যবাহী বলে মনে করছেন অনেকেই। এদিন বিকেল ৪ টে নাগাদ ডিএমকে নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কানিমোঝির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতার।
বিকেল ৫ টা নাগাদ কোথায় মিটিং মমতার?
এদিন বিকেল ৫ টা নাগাদ চলচ্চিত্র ব্যক্তিত্ব শাবানা আজমি ও জাভেদ আখতারের সঙ্গে দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মূলত, রাজনীতির আঙিনার বাইরে মমতার এই পর পর বৈঠক ঘিরে রীতিমতো তোলপাড় দিল্লি। রাজনীতির বাইরে জাভেদ ও শাবানার সঙ্গে মমতার বৈঠক তৃণমূলের রাজনীতিতে কতটা তাৎপর্যবাহী, তা নিয়ে রয়েছে জল্পনা।
হাইভোল্টেজ ৫ দিনের সফর
বাংলার মসনদে হ্যাট্রিকের পর এই প্রথম দিল্লি সফরে মমতা। সেখানে পর পর দিনে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁর সাক্ষাৎ যে ২০২৪ কে টার্গেট করেই চলছে ,তা নিয়ে সন্দেহ নেই ওয়াকিবহাল মহলের। বিজেপিকে চ্যালেঞ্জ দিয়ে বিরোধী পক্ষের হয়ে মমতার এই পর পর হাইভোল্টেজ বৈঠকের দিকে তাকিয়ে জাতীয় রাজনীতি।