বিয়ের পর বরের বন্ধুরা নাকি জামা-কাপড় খুলিয়ে দেন কনের! অদ্ভুদ এক রীতির প্রচলন আছে এই দেশে

একাধিক দেশে বিয়েকে নিয়ে রয়েছে নানা ধরনের রীতি এবং পরম্পরা। বেশ কিছু পরম্পরা এমন রয়েছে যা হৃদয় ছুয়ে যায়। আবার বিয়েকে নিয়ে এমন কিছু রীতি রয়েছে যা বেশ মজাদার। বিয়েকে ঘিরে অদ্ভুদ সমস্ত পরম্পরাও রয়েছে। যা শুনে অবাক লাগলেও দিনের পর দিন তা মেনে চলা হচ্ছে।

তেমনই চিনে এমন কিছু রীতি রয়েছে যা শুনলে রীতিমত চমকে যাবেন। ভাবছেন তো কি এমন কান্ড ঘটে সে দেশে? চিনকে ঘিরে কৌতুহলের শেষ নেই।

প্রকাশিত সংবাদ বলছে, সে দেশে নাকি বিয়েতে কন্যার জামাকাপড় খুলে দেবেন বন্ধু! তাতে লজ্জা লাগলেও নাকি তেমন কিছুই বলেন না কনে! আরও একটু বিস্তারিত বলা যাক!

বন্ধুর হাতে খুলতে হয় জামা!

চিনে বিয়ের পর রীতি অনুযায়ী কনেকে কাঁধে নিয়ে নেন বরের বন্ধুরা। এখানেই শেষ নয়। এরপর নাকি ধীরে ধীরে কনের কাপড় খুলিয়ে দেন ওই বন্ধুরা। এই বিষয়ে নাকি কিছুই বলেন না কনে। লজ্জায় লাল হয়ে গেলেও সেই রীতি মেনে চলতে হয় কনেকে। তবে কনে কিছু না বললেও বউয়ের বান্ধবীরা কিন্তু এই কাজ থেকে কনেকে বাঁচানোর জন্যে ঝাঁপিয়ে পড়ে।

এটাই নাকি হার-জিত!

পরম্পরা হলেও এটাই চিনের একটা রীতি। আর এর মধ্যেই লুকিয়ে রয়েছে হার-জিতের অঙ্ক। প্রকাশিত খবর বলছে, বরের বন্ধুরা যদি কাপড় খোলার কাজে যদি জিতে যায় তাহলে বরের জিত ধরা হয়। অন্যদিকে যদি কন্যার বান্ধবীরা তাদের বন্ধুকে বাঁচিয়ে দেয় তাহলে কন্যার জিত হবে।

honeymoon-এর অ্যাক্টিং করে থাকে দম্পতি

শুহদু এই রীতিই নয়, আরও একটি পরম্পরা রয়েছে। যেখানে বিয়ের পর নব বিবাহিত দম্পতিরা আরও একটা নাটক করে থাকেন। কম্বলে শুয়ে সবার সামনে honeymoon-এর অ্যাক্টিং করে থাকেন দম্পতি। প্রকাশ্যে চলে এক উপরকে চুম্বন সহ বেশ কিছু আবেদনময় কাজকর্ম। এমনও কিছু বৈচিত্র ভরা পরম্পরা রয়েছে চিনের মাটিতে। তবে এই সমস্ত অদ্ভুদ বিষয় নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। আর এই বিতর্কের পর কড়া ব্যবস্থা নেওয়া হয়েচ্ছে প্রশাসনের তরফে।

বিতর্কের মধ্যে পড়ে বন্ধ খেলা!

এই সমস্ত পরম্পরা, বৈচিত্রে ভরা খেলার একের পর এক ছবি ভাইরাল হতেই চরম বিতর্ক তৈরি হয়। আর এই বিতর্কের পর চিনের একটি শহরে এই সমস্ত খেলার উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, যে কোনও ধরনের আবেদনময় কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হিয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CHINA News  

Read more about:
English summary
husband's friend used to remove dress of bride in this country