মহারাষ্ট্রে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১৩
মহারাষ্ট্রে প্রবল বর্ষায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২১৩। রায়গড়ের অবস্থা সব থেকে খারাপ। সেখানে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সাতারা এবং রত্নাগিরিতে ব্যাপাক ভূমিধসের ঘটনা ঘটেছে। কোলাপুর এবং সাংগলিতে বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
দিল্লিতে জারি কমলা সতর্কতা
টানা বৃষ্টিপাতের সতর্কতায় দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সাধারণভাবে কমলা সতর্কতা জারি করা তখনই যখন খুব খারাপ আবহাওয়ার সম্ভাবনা থাকে এবং জল জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
বুধবার দিল্লিতে প্রায় ৩৮৬.৩ মিমি বৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় জনও জমে যায়। তার মধ্যে রয়েছে বসন্ত কুঞ্জ, লক্ষ্মী নগর, মুবারকপুর, মালভিয়া নগর, দ্বারকা সেক্টর ১ এবং ৮, মহিপালপুর, উত্তরনগর।
পাশাপাশি পঞ্জাবের আম্বালা, অমৃতসর, ভিওয়ানি, চণ্ডীগড়, হিসার, কার্নাল, পাতিয়ালায় ব্যাপক বৃষ্টি হয়েছে।
হড়পা বানে হিমাচলে মৃত্যু ৯ জনের
এদিকে বুধবারের হড়পা বানে ব্যাপক ক্ষতি হয়েছে হিমাচল প্রদেশে। ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেখানে এখনও ৪ জন নিখোঁজ। হিমাচল প্রদেশের মুখ্যসচিব অনিল খাচি জানিয়েছেন, সাত জেলা হড়পা বানে ক্ষতিগ্রস্ত। লাহুল-স্ফিতি, কুলু এবং ছাম্বা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। মেঘভাঙা বৃষ্টির পরেই লাহুল-স্ফিতিতে হড়পা বানে সাতজনের মৃত্যু হয়েছে। কুলুতে জলবিদ্যুত প্রকল্পের এক আধিকারিক এবং দিল্লি থেকে যাওয়া এক পর্যটকের মৃত্যু হয়েছে। ছাম্বা থেকে জনজনের মৃত্যুর খবর পাোয়া গিয়েছে। অতিভারী বৃষ্টির সতর্কতায় সিমলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে মানালি-লে জাতীয় সড়ক এবং গ্রাম্ফু কাজা হাইওয়েতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া একাধিক ধসের কারণে কালকা-সিমলা এবং চণ্ডীগড় মানালি হাইওয়েতে যান চলাচল অবরুদ্ধ হয়ে রয়েছে।
জম্মু-কাশ্মীর এবং লাদাখেও মেঘভাঙা বৃষ্টি
জম্মু-কাশ্মীর এবং লাদাখেও মেঘভাঙা বৃষ্টিতে ৮ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ১৭ জন। বুধবার সেখানে একের পর এক মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারের দাচ্চান এবং বউজায় বড় ক্ষতি হয়েছে। দাচ্চান থেকে দুই মহিলা-সহ সাতজনের দেহ উদ্ধার করা হয়েছে। রাজৌরির সাকতই নালায় পড়ে একজনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ কাশ্মীরের অমরনাথে মেঘাভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে। কিস্তওয়ারের মাচাইল, পোদ্দা এবং বুনওয়ায় বন্যার কারণে জনবীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
লাদাখে মেঘভাঙা বৃষ্টিতে সাংগ্রা এবং খানগ্রালে ক্ষতি হয়েছে। ঘর ছাড়াও, বেশ কিছু ব্রিজ এবং একটি ছোট জনবিদ্যুত প্রকল্পের ক্ষতি হয়েছে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফ থেকে উত্তরাখণ্ডের উত্তরকাশী, নৈনিতাল, দেহরাদুন এবং পাউরিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই গঙ্গোত্রী এবং যমুনোত্রীর বিভিন্ন জায়গায় ধলের কারণে রাস্তা বন্ধ।