দিল্লির বুকে হাইভোল্টেজ বৈঠক
অমিত শাহ আগেই জানিয়েছিলেন যে, মিজোরাম বনাম অসম সংঘাতের মাঝে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ নিতে হবে। সেই লক্ষ্যে এদিন কেন্দ্রের তরফে মধ্যস্থতার বার্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মিজোরাম ও অসমেক প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়েক বৈঠক করে।
বৈঠকে কী উঠে এসেছে?
এদিকে, জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতার মিজোরাম ও অসম দুই রাজ্যই সীমান্ত ইস্যু সমাধান করতে আগ্রহী। এদিনের বৈঠকে দুই রাজ্যের মুখ্যসচিব ও পুলিশ কর্তারা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে। স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লার পৌরহিত্যের এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে খবর।
নামছে প্যারামিলিটারি ফোর্স
মিজোরামের তরফে জানানো হয়েছে, বিতর্কিত জায়গা থেকে রাজ্যপুলিশ সরিয়ে নেওয়া হবে। সেখানে প্যারামিলিটারি ফোর্স বসিয়ে দেওয়া হবে। মিজোরামের তরফে বলা হয়েছে, দুই রাজ্য়ই আপাতত শান্তির পথে হেঁটে সমস্যার সমাধান করতে চায়। আর সেদিকেই তাকিয়ে রয়েছে তারা। একই বার্তা দিয়ে সহমত পোষণ করেছে অসমও।
রক্তক্ষয়ী সংঘাত রাজ্যে-রাজ্যে!
দেশের মধ্যে রাজ্যের সীমানা নিয়ে দুই রাজ্য়ের মধ্যে সংঘাতের নজির গড়া ঘটনার তালিকায় প্রবেশ করল মিজোরাম-অসম পরিস্থিতি। কার্যত ব্রিটিশ আমলে তৈরি হওয়া ডিমার্কেশন লাইনের হাত ধরে ২০২১ সালে দাঁড়িয়েও এই সংঘাত চরমে উঠেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মধ্যস্থতায় পরিস্থিতি মীমাংসার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর।