জম্মু ও কাশ্মীর কবে ফের আলাদা রাজ্যের স্বীকৃতি পাচ্ছে! শিবসেনা সাংসদের প্রশ্নে জবাব দিল কেন্দ্র

২০১৯ সালে এক ঐতিহাসিক ঘটনার হাত ধরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আলাদা এলাকা বলে ঘোষণা করা হয়। এলাকাগুলি কেন্দ্রশাসিত অঞ্চল বলেও ঘোষিত হয়। এরপর থেকে জম্মু ও কাশ্মীরে কবে ফের রাজ্যের স্বীকৃতি ফিরবে , তা নিয়ে চরম চর্চা হয়েছে। এদিন সেই আলোচনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিল কেন্দ্র।

জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্র কী বলছে?

প্রসঙ্গত , জম্মু ও কাশ্মীরে কবে ফিরবে রাজ্যের তকমা? শিবসেনার তরফে প্রিয়াঙ্কা চতুর্বেদী এদিন প্রশ্ন করেন যে জম্মু ও কাশ্মীর কবে তার রাজ্য তকমা ফিরে পাবে? এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, যেদিন জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে , সেদিনই সেখানে রাজ্যের স্বীকৃতি ফিরবে।

কাশ্মীরের পরিস্থিতি নিয়ে পর পর প্রশ্ন

সংসদের বাদল অধিবেশন তোলপাড় করে এদিন কাশ্মীর নিয়ে শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী পর পর প্রশ্ন করেন। তাঁর প্রশ্ন ছিল যে, এক বছর ধরে লম্বা সময় ধরে চলা বিভিন্ন যোগাযোগের মাধ্যমগুলি যা ভূস্বর্গে নিষিদ্ধ রয়েছে, তা কি ফের একবার চালু করবে সরকার? এর আগে অমিত শাহ সংসদেই নিশ্চিত করে জানান যে, জম্মু ও কাশ্মীর নির্দিষ্ট সময়ে পাবে রাজ্যের তকমা।

ভূস্বর্গে কমছে সন্ত্রাস

এদিকে, ভূস্বর্গের বুকে সন্ত্রাস যে কমছে তা এদিন জানিয়েছেন নিত্যানন্দ রাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০২০ সালে ভূস্বর্গে সন্ত্রাস ৫৯ শতাংশ কমেছে ২০১৯ সালের তুলনায়। ২০১৯ সালে কাশ্মীরে সন্ত্রাস ৩১ শতাংশ কমেছে।

স্বাভাবিক হচ্ছে কাশ্মীর!

এদিন নিত্যানন্দ রাই জানান, ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে কাশ্মীর। সেখানে দোকান, ব্যবসা, মানুষের পরিবহন সমস্ত কিছুই স্বাভাবিক গতিতে চলছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন কাশ্মীরকে স্বাভাবিক রূপ দিতে সন্ত্রাস নিয়ে জিরো টলারেন্সের নীতিতেই চলবে কেন্দ্র।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More JAMMU AND KASHMIR News  

Read more about:
English summary
When Will Jammu and Kashmir get full statehood, Centre answers Shivsena MP's querry.