কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয়েছে চারজন ক্রিকেটারের। তাঁর মধ্যে অন্যতম কর্নাটক তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার দেবদত্ত পাড়িক্কল। এদিন অভিষেকে তিনি যে নজির গড়লেন তা আর কেউ কোনওদিন ভাঙতে পারবেন না।
(ছবি- বিসিসিআই টুইটার)
২১ বছর ২১ দিনের মাথায় দেশের হয়ে প্রথম ম্যাচ খেলছেন দেবদত্ত। চলতি শতকে জন্মানো কোনও ক্রিকেটার এর আগে ভারতীয় সিনিয়র দলের হয়ে খেলেননি। কেরলের এড়াপ্পলে জন্ম দেবদত্তের, ২০০০ সালের ৭ জুলাই। ফলে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জন্মদিনও শেয়ার করেন তিনি। দেবদত্তই প্রথম ক্রিকেটার যিনি ২০০০ সালে জন্মে ভারতীয় দলের হয়ে খেলছেন। ভারতের অনূর্ধ্ব ১৯ ও এ দলের হয়ে খেলার পাশাপাশি কর্নাটক দলের হয়ে তিনি খেলেন। আইপিএল খেলেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।
Our young star makes his debut for #TeamIndia and we couldn’t be more proud! 🤩
— Royal Challengers Bangalore (@RCBTweets) July 28, 2021
Drop a ❤️ to wish DDP all the best on his maiden game for 🇮🇳. #PlayBold #WeAreChallengers #SLvIND pic.twitter.com/SvGble7IYD
গত বছরের আইপিএলে ১৫ ম্যাচে ৪৭৩ রান করেছিলেন আরসিবি-র হয়ে, পাঁচটি অর্ধশতরান-সহ। এবারের আইপিএলে শতরান হাঁকিয়ে ৬ ম্যাচে ১৯১ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ১০১। ১৫টি প্রথম শ্রেণির ম্য়াচে তাঁর রান ৯০৭, ১০টি অর্ধশতরান রয়েছে, সর্বাধিক স্কোর ৯৯। ৫০ ওভারের ম্যাচ খেলেছেন ২০টি। ৬টি শতরান ও ৮টি হাফ সেঞ্চুরি-সহ করেছেন ১৩৮৭ রান, সর্বাধিক ১৫২। ৩৯টি টি ২০ ম্যাচে ১৪৬৬ রান করেছেন। ২টি শতরান ও ১১টি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক রান অপরাজিত ১২২। স্ট্রাইক রেট প্রায় ১৪৭। আজ তিনে নেমে দেবদত্ত পাড়িক্কল করেছেন ২৩ বলে ২৯। একটি চার ও একটি ছক্কা মেরেছেন। ক্রুণাল পাণ্ডিয়া করোনা আক্রান্ত হওয়ার পর আরও ৮ ক্রিকেটার আইসোলেশনে থাকাতেই দেবদত্তের অভিষেক হল এদিন।
🎥Big moment for the 4⃣! 👏 👏
— BCCI (@BCCI) July 28, 2021
T20I caps handed over to @devdpd07, @Ruutu1331, @NitishRana_27 & @Sakariya55! 👍 👍 #TeamIndia #SLvIND
Follow the match 👉 https://t.co/Hsbf9yWCCh pic.twitter.com/E4OzrlG4Sx
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!