ফের ৪০,০০০ ছাড়াল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যাও

ফের গত ২৪ ঘণ্টায় বাড়ল দেশের করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১,৬৭৮জন। বেড়েেছ করোনার দৈিনক মৃত্যুর হারও। গত ২৪ ঘণ্টায় ৬৪০ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণে। করোনা পরিসংক্রমণ বাড়তে শুরু করেছে দেশের ৭ রাজ্যে। বিশেষ করে কেরলকে নিয়ে উদ্বেগ রয়েছে কেন্দ্রের। কেরলে করোনা সংক্রমণ ফের লাগাম ছাড়া হতে শুরু করেছে বলে সূত্রের খবর।

ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। বাড়তে শুরু করেছে সংক্রমণের সংখ্যা। সাত রাজ্যেকে নিয়ে বিশেষ উদ্বেগে কেন্দ্র। সেই তালিকায় কেরল, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশও রয়েছে। প্রায় সব রাজ্যে লকডাউন উঠে যাওয়ার কারণে মানুষ বাইরে বেরোতে শুরু করেছে। তাই নতুন করে কেন্দ্রের পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে, অকারণে বাড়ির বাইরে কেউ বেরোবেন না। এখনও করোনা চলে যায়নি দেশ থেকে।

এদিকে গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে সেপ্টেম্বরে নয় অগস্টেই দেশে আসছে শিশুদের করোনা টিকা। অর্থাৎ অগস্ট থেকেই শিশুদের করোনা টিকাকরণ শুরু হয়ে যাবে দেশে। এদিকে এখনও পর্যন্ত করোনা টিকার সংকট কাটেনি গোটা দেশে। একাধিক হাসপাতালে টিকার জন্য মারামারি চলছে। রাত থেকে লম্বা লাইন দিয়ে ফিরে যাচ্ছেন মানুষ। এই নিয়ে হাসপাতাল গুলিতে ক্ষোভও হচ্ছে।

করোনা সংক্রমণ বাড়তে শুরু করবে সেপ্টেম্বর অক্টোবর মাসে এমনই জানিয়েছেন এইমস প্রধান। তিনি দাবি করেছেন অগস্ট সেপ্টেম্বরে মানুষ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। কাজেই সেটা বাড়তে শুরু করবে সেপ্টেম্বর মাস থেকে। অক্টোবর থেকেই করোনার থার্ড ওয়েভ চরমে উঠবে বলে আশঙ্কার কথা শুনিয়েছেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus update of India