পেগাসাসকে টপকে সংসদে কোনও আলোচনা নয়, স্পষ্ট করে দিলেন বিরোধীরা

পেগাসাস ইস্যুতে জোট বাঁধল বিরোধীরা। আর টালবাহানা চলবে না এবার সংসদে পেগাসা ইস্যুতে আলোচনা করতেই হবে মোদী সরকার। পেগাসাসকে টপকে কোনও ইস্যুতে আলোচনা মেনে নেওয়া হবে না বলে একজোট হয়েছেন বিরোধীরা। বুধবার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব বিরোধী দলই এই বার্তা দিয়েছে।

পেগাসাস ইস্যুতে আলোচনা দাবি

মোদী সরকারকে জবাব দিতেই হবে। পেগাসাস ইস্যুতে আগে আলোচনা করতে হবে সংসদে। পেগাসাসকে টোপকে অন্য কোনও বিষয়ে আলোচনা নয়। মোদী সরকারের আর কোনও ছল চাতুরি মেনে নেওয়া হবে না। অকজোট হয়ে সরব হয়েছে বিরোধীরা। পেগাসাস ইস্যুতে যতক্ষণ না মোদী সরকার সঠিক ভাবে সংসদে আলোচনা করছে ততক্ষণএই প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন তাঁরা।

রাহুলের নেতৃত্বে বৈঠক

বুধবার রাহুল গান্ধীর নেতৃত্বে বৈঠক করেন দেশের সব বিরোধীদল। যদিও সেই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেস। তবে পেগাসাস ইস্যুতে রাহুল গান্ধী মোদী সরকারকে তীব্র নিশানা করেছে। তিনি অভিযোগ করেছেন ইজরায়েলি স্পাইওয়ারের সাহায্যে মোদী সরকার দেশের গণতন্ত্রে আঘাত হেনেছে। সেটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। বারবার এই বিষয়ে আলোচনা এড়িয়ে যেতে চাইছে মোদী সরকার। সেটা হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি। পেগাসাস ব্যবহার করা হয়েছে িকনা সেটা সংসদে হ্যাঁ অথবা না-তে জবাব দিতে হবে মোদী সরকারকে।

তৃণমূল নেই বৈঠকে

বিরোধীদেক বৈঠকে ছিল না তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বিরোধী ঐক্য নিয়ে কথা বলছেন অথচ কেন পেগাসাস নিয়ে বিরোধীদের বৈঠকে তিনি এলেন না এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। পেগাসাস ইস্যুতে তৃণমূল কোন স্ট্র্যাটেজি নিতে চাইছে তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য পেগাসাস ইস্যুতেই তীব্র প্রতিবাদের জন্য তৃণমূল সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে সংসদ থেকে।

তদন্ত কমিটি গঠন

পেগাসাস ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই প্রথম িযনি তদন্ত কমিটি গড়েছে। দিল্লিতে পা রাখার আগেই সেই তদন্ত কমিটি গঠন করে দিয়ে এসেছেন তিনি। দিল্লিতে এদিন মমতা বলেছেন তাঁর দল পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More RAHUL GANDHI News  

Read more about:
English summary
Opposition parties meet on Pegasus issue
Story first published: Wednesday, July 28, 2021, 18:16 [IST]