২৮ জুলাইয়ের সতর্কবার্তা
এদিন অতিরিক্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে। যেই কারণে এইসব জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২৯ জুলাইয়ের সতর্কবার্তা
বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলায় অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হাওড়া ও হুগলি জেলায়। সেই কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩০ জুলাইয়ের সতর্কবার্তা
শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
জারি আছে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা
আবহাওয়া দফতর মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি রেখেছে। বলা হয়েছে নিম্নচাপের সক্রিয়তার কারণে সমুদ্রে ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে সমুদ্র উত্তাল হতে পারে। তাই ২৯ জুলাই পর্যন্ত মৎস্যজীবীরা যাতে সমুদ্রে মাছ ধরতে না যান, তার জন্য অনুরোধ করা হয়েছে।