'দুয়ারে সরকার' এবং 'পাড়ায় সমাধান' প্রকল্পে 'নজরদারি' চালাতে অ্যাপেক্স কমিটি গঠন নবান্নের

সরকারি সমস্যা সমাধানে ভোটের আগেই 'দুয়ারে সরকার' প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্যা এবং তা দ্রুত সমাধান করতে এই প্রকল্পের ঘোষণা করা হয়। শুহদু তাই নয়, দুয়ারে সরকারের মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধার বিষয়েও সাহায্য পাওয়া যাবে।

শুধু তাই নয়, আরও বেশ কিছু সুবিধার কথা ঘোষণা করা হয়েছিল। ভোটের মুখে যথেষ্ট জনপ্রিয় হয় এই প্রকল্প। নতুন করে ফের একবার দুয়ারে প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ অগাস্ট থেকে ফের রাজ্যে দুয়ারে সরকার শুরু হচ্ছে। যা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আর এই প্রকল্প শুরু হওয়ার আগে বড়সড় পদক্ষেপ নিল নবান্ন। অ্যাপেক্স কমিটি গঠন করল রাজ্য সরকার। মুখ্যসচিবের নেতৃত্বে এই অ্যাপেক্স কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে মুখ্যসচিব ছাড়াও রয়েছেন সমস্ত দফতরের শীর্ষ সচিবরা।

মূলত দুয়ারে সরকার প্রকল্প ঠিক মতো পরিচালনা করা হচ্ছে কিনা মূলত তা দেখার জন্যেই এই অ্যাপেক্স কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হিয়েছে। জানা গিয়েছে, রাজ্য, জেলা ও কলকাতা স্তরে গঠন করা হয়েছে ৩টি টাস্কফোর্স। এই টাস্ক ফোর্স এই অ্যাপেক্স কমিটির অধীনে থেকে কাজ করবে।

প্রত্যেকদিনের আপডেট দেবে এই টাস্ক ফোর্সের সদস্যরা। সেই মতো অ্যাপেক্স কমিটি তা সমাধান করবে। দুয়ারে সরকারের পাশাপাশি 'পাড়ায় সমাধান' প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করবে এই কমিটি। দুয়ারে সরকারের পাশাপাশি পাড়ায় সমাধান আরও একটি প্রকল্প।

যার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনবে এবং তা সমাধানের চেষ্টা করবে। পাশাপাশি সরকারি সমস্ত সুবিধার কথাও এই প্রকল্পের মাধ্যমে জানাো হবে। সংশ্লিষ্ট কোনও ব্যক্তি সেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হলে তাঁকে তা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

এই প্রকল্পগুলির মাধ্যমে সরকারি কর্মীরা ঠিক ভাবে মানুষের কাছে পৌঁছেছে কিনা তাও নজর রাখবে টাস্ক ফোর্স। ইতিমধ্যে নবান্নের তরফে এই সংক্রান্ত বিষয়ে বিজঙ্গতি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

শুধু তাই নয়, সঠিক সময় এবং নির্দিষ্ট পদ্ধতিতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর সেই লক্ষ্যেই প্রকল্পগুলি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান এই দুটি প্রকল্পের জন্যে মসৃণ রূপায়ন ও পর্যবেক্ষণের জন্য বিভিন্ন স্তরে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে।

আশা করা যায় রাজ্যের মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Nobanno forms committee to keep eye on Duare Sarkar and Paray Samadhan
Story first published: Wednesday, July 28, 2021, 16:16 [IST]