বাঙালির বিশ্বজয়ের তালিকা নেহাতই কম নয়! বিভিন্ন ক্ষেত্রে বাঙালি নিজের মতো করে বিচরণ করে জায়গা বরেণ্য জায়গা পেয়েছে। এবার ময়দান ছিল ' ডি থ্রি ডিসঅ্যাবিলিটি ইমপ্যাক্ট লিস্ট ২০২১' এর । আর তাতে জায়গা পেলেন ডক্টর সাই কৌস্তুভ দাশগুপ্ত।
তাঁর পেশা বলতে কোনও একটি ক্ষেত্রে তাঁর বিচরণ নয়। হ্যাপিনেস কোচ কিম্বা টেড এক্স মোটিভেশনাল স্পিকার হিসাবে তাঁর খ্যাতি যথেষ্ট। আর তিনিই এবার জিতে নিলেন ' ডি থ্রি ডিসঅ্যাবিলিটি ইমপ্যাক্ট লিস্ট ২০২১' এর খেতাব। 'অ্যামেরিকান্স উইথ ডিসএবিলিটি অ্যাক্ট' এর ৩১ তন বর্ষে এই খেতাব জিতেছেন সাই কৌস্তুভ। প্রসঙ্গত, আমেরিকার প্রবাসী কৌস্তুভ তাঁর বিভিন্ন আঙিনায় অবদানের নিরিখে এই সম্মান পেয়েছেন। এরপর এার সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে বাকি 'ডিসঅ্যাবিলিটি লিডার' দের সঙ্গে সাই কৌস্তুভও নিজের বক্তব্য রাখবেন। যা নিঃসন্দেহে বড় ঘটনা।
প্রসঙ্গত, প্রতিবন্ধী হিসাবে প্রতিবন্ধকতার বিভিন্ন ধাপ একজনকে পার করতে হয়। সেই জায়গা থেকে কৌস্তুভেরর মতো বহু মানুষই শারীরিক প্রতিবন্ধকতাকে পার করে মানসিক শক্তিতে জয় করেছেন অসাধ্যকে। সেই জায়গা থেকেই কৌস্তুভকে কুর্নিশ জানিয়েছে এই নয়া সম্মান। ১৩ টি দেশ থেকে ৩০০ জনের নাম এসেছিল উদ্যোক্তাদের কাছে । সেখানে থেকে ৩০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন অই বঙ্গতনয়। 'অস্টিওজেনেসিস ইমপারফেক্টা' রোগে ভুগে বহু প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছেন কৌস্তুভ। সেই জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।
জীবনবোধে উদ্বুদ্ধ করেছেন মানুষকে। বিশ্বকে জানান দিতে চাইছেন কোনও কিছুই অসাধ্য নয়। আর তার জন্যই এর আগে তিনি 'গ্লোবাল আইকন ইন ডিসঅ্যাবল লিডারশিপ ২০১৭' সম্মান জিতেছেন। জিতে নিয়েছেন লিমকা বুক, ইন্ডিয়া বুক, এশিয়া বুকের রেকর্ড। আর প্রতিবন্ধকার আলাদা বিশ্বে তিনি ভারতের প্রতিনিধি হয়ে বহু বহু মানুষকে দিনের পর দিন জীবনের প্রবাহের দিকে ইতিবাচক বার্তা দিয়ে চলেছেব। এখানেই কৌস্তুভের নেতৃত্বের সার্থকতা।
গ্রাফিক ডিজাইনার হওয়ার পাশাপাশি কৌস্তুভ গ্লোবাল মোটিভেশনাল স্পিকার। হাড়ের এর বিরল রোগে আক্রান্ত হয়ে তাঁর শরীরের ৯০ শতাংশ অংশ কার্যত ভেঙে পড়েছে। তবে তাকে কোনও দিনই বাধা হিসাবে দেখেননি কৌস্তুভ। হুইলচেয়ারেই তিনি মাত করেছেন বিশ্ব। অস্ট্রেলিয়া থেকে , মালেশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় নিজের জীবনবোধের বার্তা হুইলচেয়ারে বসেই ছড়িয়েছেন এই সাহসী বাঙালি।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!