Tokyo Olympics : আশা জাগিয়েও ব্যর্থ তরুণদ্বীপ, তিরন্দাজিতে ভারতের হতাশা অব্যাহত

দুর্দান্ত ছন্দে তিরন্দাজি সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন তরুণদ্বীপ রাই। কিন্তু তার বেশি আর এগোতে পারলেন না ভারতীয় তিরন্দাজ। শেষ ১৬-এর লড়াইয়ে ইজরায়েলের ইটে সানির কাছে হাড্ডাহাড্ডি ম্যাচ হেরে গেলেন রাই। ৬-৫ ফলাফলে ম্যাচের ফয়সলা হয়েছে।

দলগত ইভেন্টের ব্যর্থতা থেকে উঠে তিরন্দাজির সিঙ্গলস ইভেন্টের শুরুটা অবশ্য দারুণভাবে করেছিলেন ভারতের তরুণদ্বীপ। রাউন্ড অফ ৩২-এ ইউক্রেনের ওলেক্সি হুনবিনকে ৬-৪ ফলাফলে হারিয়ে দিয়েছিলেন ৩৭ বছরের অ্যাথলিট। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন ভারতীয় তিরন্দাজ। লড়াই করেও মোকাবিলা জিততে না পারার আক্ষেপ যাচ্ছে না ক্রীড়া প্রেমীদের।

প্রি কোয়ার্টার ফাইনালের শুরুটা ততটা আকষণীয় করতে পারেননি তরুণদ্বীপ। প্রথম সেট তিনি ২৮-২৪ পয়েন্টে হেরে যান। দ্বিতীয় সেটে দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ওই মোকাবিলা ২৭-২৬ পয়েন্টে জেতেন ভারতীয়। তৃতীয় সেটে মরিয়া হয়ে নিজের দক্ষতার পরিচয় দিতে থাকেন ইজরায়েলের তিরন্দাজ। কাঁটায় কাঁটায় টক্কর দেন তরুণদ্বীপও। ওই সেট ২৭-২৭ ফলাফলে অমীমাংসিতভাবে শেষ হয়।

চতুর্থ সেট জেতেন ভারতীয় তিরন্দাজ। ওই সেটে তরুণদ্বীপের পারফরম্যান্সে মুগ্ধ করে। ২৮-২৭ পয়েন্টে ওই মোকাবিলা জেতার পর রাইয়ের কাছে পঞ্চম সেটেও জয় আশা করা হয়েছিল। তবে শেষ ধাপে ইজরায়েলের প্রতিদ্বন্দ্বী তরুণদ্বীপকে টপকে যান। ২৮-২৭ পয়েন্টে ওই সেট হারেন ভারতীয় তিরন্দাজ। পয়েন্টের বিচারে প্রতিযোগিতা থেকে ছিটকে যান রাই।

দিনের অন্য সিঙ্গলস ম্যাচে নামবেন ভারতীয় তিরন্দাজ প্রবীণ যাদব। মহিলাদের সিঙ্গলস রিকার্ভ ইভেন্টে নামছেন দীপিকা কুমারীও। মিক্সড ইভেন্টে বিশ্বের এক নম্বর মহিলা তারকার পারফরম্যান্স সেভাবে নজর কাড়তে পারেনি। ফলে তাঁর আজকের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দেশ।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Tokyo Olympics : India's Tarundeep Rai Knocked out from the round of 16 of archery