দুজনের সম্পর্ক অটুট
তৃতীয় বার রাজ্যে ক্ষমতায় আসার পরে প্রথমবার সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত কংগ্রেস ও তৃণমূলের মধ্যএ সম্পর্ক খারাপ হলেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধীর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক অটুট রয়েছে।
বিরোধী জোট নিয়ে আলোচনার সম্ভাবনা
দুই নেত্রীর মধ্যে আলোচনার কোনও নির্দিষ্ট বিষয় না থাকলেও, বিরোধী জোট তৈরি এবং ২০২৪-এর লড়াই নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও সংসদের অধিবেশনে পেগাসাস নিয়ে যে হইহট্টগোল চলছে, তা নিয়েও আলোচনা হতে পারে। এছাড়াও কৃষি আইন বাতিলের দাবি নিয়ে জোরদার আন্দোলনের ব্যাপারেও তাঁদের মধ্যে কথা হতে পারে।
প্রশান্ত কিশোরের দৌত্য
বুধবার সোনিয়া ও মমতার বৈঠকে রাহুল উপস্থিত নাও থাকতে পারেন। কেননা আগেও দেখা গিয়েছে রাহুল গান্ধীর সঙ্গে অনেক ক্ষেত্রেই দ্বিমত তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়েক। তবে সাম্প্রতিক সময়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক তৈরির ক্ষেত্রে সেতুবন্ধনের দায়িত্ব নিয়েছেন প্রশান্ত কিশোর। যার জেরেই দুপক্ষের সম্পর্কে উন্নতি।
দিল্লিতে একের পর এক বৈঠক মমতার
সোমবার বিকেলে দিল্লিতে পৌঁছনোর পরে মঙ্গলবার একের পর এক বৈঠকে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দিল্লিতে বৈঠক করেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে। এরপরেই তিনি বৈঠক করেন কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গে। এই দুই নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বেশ পুরনো। এদিনই বিকেল চারটের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ বৈঠকটি হওয়ার কথা কংগ্রেস সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিংভির সঙ্গে।