ক্রুণালের সংস্পর্শে আসা ৮ ভারতীয়র করোনা রিপোর্ট নেগেটিভ, শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের নতুন দল

করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেটার ক্রুণাল পাণ্ডিয়ার সংস্পর্শে আসা আটজনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তাঁদের কেউই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের বাকি দুটি ম্যাচে দলের সঙ্গে মাঠে যাবেন না। যদিও কোন আটজন ক্রুণাল পাণ্ডিয়ার সংস্পর্শে এসেছিলেন তাঁদের পরিচয় এখনও জানানো হয়নি বিসিসিআইয়ের তরফে। ক্রুণাল ও বাকি আটজন এখনও ভারতীয় দলের টিম হোটেলেই আইসোলেশনে রয়েছেন।

জৈব সুরক্ষা বলয় ভেদ করে কীভাবে করোনা ভারতীয় শিবিরে থাবা বসাল তা নিয়ে চর্চা অব্যাহত। যদিও বিসিসিআই বা শ্রীলঙ্কা ক্রিকেটের এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হচ্ছে না। আজ সকালে ক্রুণাল গলা ব্যথার কথা জানালে অ্য়ান্টিজেন পরীক্ষা হয়, যার রিপোর্ট পজিটিভ আসে। এরপর আরটি-পিসিআর টেস্টেও সেই রিপোর্টের কোনও পরিবর্তন হয়নি। এরপরই তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের চিহ্নিত করে আইসোলেশনে রাখা হয়। সকলের ফের পরীক্ষাও হয়। কিন্তু আরটি-পিসিআর টেস্টে ভারতীয় দলের আর কারও রিপোর্ট পজিটিভ না আসায় খানিক স্বস্তি মেলে। তবে ক্রুণাল তো বটেই, আইসোলেশনে থাকা ৮ জনই ভারতের মূল দলের সঙ্গে কাল ও বৃহস্পতিবার প্রেমদাসা স্টেডিয়ামে যাবেন না। পরপর দুই দিন দুটি টি ২০ আন্তর্জাতিক হবে। ফলে স্বাভাবিকভাবেই সিরিজে এগিয়ে থাকা ভারতীয় দলের প্রথম একাদশে পরিবর্তন হচ্ছেই।

🎥 Sample that for a fun drill session to get the side charged up! 👌 👌#TeamIndia #ENGvIND pic.twitter.com/0jUyaeWe6b

— BCCI (@BCCI) July 27, 2021

এই অবস্থায় পৃথ্বী শ ও সূর্যকুমার যাদব কবে ইংল্যান্ডে যাবেন সেটাও পরিষ্কার নয়। আজ ডারহামে জোরকদমে সেন্টার উইকেটেই অনুশীলন করেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দল। ফিল্ডিং ড্রিলের যে ভিডিও বিসিসিআই আপলোড করেছে তাতে দেখা যাচ্ছে সকলেই চনমনে রয়েছেন এবং ঋষভ পন্থও দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। তবে কীভাবে শ্রীলঙ্কায় জৈব সুরক্ষা বলয় কেউ ভেদ না করেও ক্রুণাল করোনা-আক্রান্ত হলেন সেটা ভাবাচ্ছে শ্রীলঙ্কায় জৈব সুরক্ষা বলয়ের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর অর্জুন ডি সিলভাকে। ভারতীয় দল যে হোটেলে রয়েছে সেখানেও আগে থেকেই সকলে জৈব সুরক্ষা বলয়ে ছিলেন, নিয়মিত করোনা পরীক্ষাতেও কারও রিপোর্ট পজিটিভ আসেনি। তবে একটা বিষয় স্পষ্ট প্রথম টেস্টের আগে ভারতীয় টেস্ট দলের সঙ্গে সূর্য ও পৃথ্বী-র যোগ দেওয়ার আর সম্ভাবনাই নেই। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে অজিঙ্ক রাহানের অনুশীলনে ফেরা অবশ্য বিরাট-শিবিরকে আশ্বস্ত করেছে।

pic.twitter.com/GMslaAEmF5

— BCCI (@BCCI) July 27, 2021

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More INDIAN CRICKET TEAM News  

Read more about:
English summary
All the Immediate Contacts Of Indian Allrounder Krunal Pandya Have Tested Negative For Covid-19. But None Of Them Will Travel To The Ground For The Final Two T20s Against Sri Lanka.