ভারতীয় দলে ক্রুণালের করোনা, সংস্পর্শে আসা ৮ জন আইসোলেশনে থাকায় স্থগিত ভারত-শ্রীলঙ্কা টি ২০

ভারতীয় ক্রিকেট দলে করোনার থাবা। ক্রুণাল পাণ্ডিয়া করোনা আক্রান্ত হওয়ায় আজকের মতো স্থগিত হয়ে গেল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক ম্যাচ। ক্রুণালের সংস্পর্শে আসা আটজনকে টিম হোটেলেই আইসোলেশনে রাখা হয়েছে।

ক্রুণালের করোনা

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, আজ সকালে নিয়ম মেনে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরই ক্রুণালের করোনা পজিটিভ ধরা পড়ে। মেডিক্যাল টিম এরপরই ক্রুণালের সংস্পর্শে আসা আটজনকে শনাক্ত করে টিম হোটেলেই আইসোলেশনে রেখেছে। আজই সকলের আরটি-পিসিআর পরীক্ষা হবে। আর কেউ করোনা আক্রান্ত কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে।

প্রশ্নে জৈব সুরক্ষা বলয়

ভারতীয় দলের তরফে আজ এই খবর জানানোর পরই প্রশ্ন উঠছে শ্রীলঙ্কার জৈব সুরক্ষা বলয় নিয়েই। ভারতের বিরুদ্ধে সিরিজের আগে রিজার্ভ ক্রিকেটারদের মধ্যেও একজন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাছাড়া ইংল্যান্ড সফর সেরে ফেরা ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও অ্যানালিস্ট জিটি নিরোশনের করোনা ধরা পড়ায় অতিরিক্ত কয়েক দিন আইসোলেশনে থাকতে হয় শ্রীলঙ্কার ক্রিকেটারদের। তারপর ফের সিরিজের দিনক্ষণ বদলে একদিনের সিরিজ শুরু হয়েছিল। টি ২০ সিরিজ শেষের কথা ২৯ জুলাই। আজকের ম্যাচ স্থগিত হলেও বাকি সকলেই সুস্থ থাকলে কাল ও বৃহস্পতিবার টি ২০ সিরিজের ম্যাচ দুটি হবে। ফলে সবটাই নির্ভর করবে আরটি-পিসিআর টেস্টের রিপোর্টের উপরই। শ্রীলঙ্কা দলের কেউ অবশ্য করোনা আক্রান্ত নন।

বেশ কিছু সংশয়

কয়েকদিন আগেই টসের পর স্থগিত করে দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের আন্তর্জাতিক ম্যাচ। পরে সেই ম্যাচ খেলা হয়। এবার অনেকটা একই অবস্থা ভারতের শ্রীলঙ্কা সফরে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই স্থগিত হল ম্যাচ। শ্রীলঙ্কা থেকে পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবের ইংল্যান্ড রওনা হওয়ার কথা। বর্তমান পরিস্থিতিতে তাঁরা কবে রওনা দেবেন তা নিয়ে সংশয় তৈরি হল। এমনিতেই ইংল্যান্ডে গিয়ে কঠোর নিভৃতবাসে থাকতে হবে। ফলে প্রথম টেস্টের জন্য তাঁরা বিবেচিত হতেন না। দ্বিতীয় টেস্টের আগে তাঁরা দলের সঙ্গে যোগ দিতে পারেন। কিন্তু সবটাই নির্ভর করছে ভারতীয় শিবিরে করোনা পরিস্থিতির উপরেই। ক্রুণাল করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে রেখেই ভারতীয় দল দেশে ফিরবে কিনা তা-ও স্পষ্ট নয়। তবে নির্ধারিত দিনে যে ভারতীয় দল দেশে ফিরতে পারবে না সেটা একরকম পরিষ্কারই।

NEWS : Krunal Pandya tests positive.

Second Sri Lanka-India T20I postponed to July 28.

The entire contingent is undergoing RT-PCR tests today to ascertain any further outbreak in the squad.#SLvIND

— BCCI (@BCCI) July 27, 2021

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More INDIAN CRICKET TEAM News  

Read more about:
English summary
Covid-19 Hits Indian Camp As Second T20 Between India And Sri Lanka Has Been Called Off. Eight Close Contacts Of The Player All From The Indian Contingent Are In Isolation.