বিজেপির বৈঠকে কংগ্রেসের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় সরব নরেন্দ্র মোদী, দলীয় কর্মীদের জন্য সেট করলেন টার্গেট

পেগাসাস থেকে শুরু করে কৃষি আইন সহ একাধিক ইস্যুতে ক্রমেই উত্তপ্ত হয়েছে সংসদের বাদল অধিবেশন। পর পর দিন বিরোধীদের হইহট্টোগোলে মুলতুবি রাখতে হয়েছে অধিবেশন। এই পরিস্থিতিতে এদিন বিজেপির পরিষদীয় বৈঠকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন মোদী।

কংগ্রেসের বিরুদ্ধে মোদীর তোপ

এদিন বিজেপির পরিষদীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদী কার্যত প্রবল তোপ দাগেন বিরোধীদের বিরুদ্ধে। এদিন তিনি বলেন, শতাব্দী প্রাচীন কংগ্রেস পার্টি সংসদে বিতর্কেও আগ্রহী নয়, অন্যদিকে, চায় না যে সংসদ নিজের গতিতে চলুক। আর তার জন্যই কংগ্রেস হট্টোগোল বাঁধাচ্ছে।

সর্বদলীয় বৈঠকে অনুপস্থিতি নিয়ে তোপ

শুধু সংসদ অচল করে দেওয়াই নয়, মোদী এদিন বলেন , ভ্যাকসিন ইস্যুতেও সর্বদলীয় বৈঠকে না এসে কংগ্রেস নিজের অবস্থান জানান দিয়েছে। ফলে কংগ্রেসের বিরুদ্ধে যে এবার বিজেপি নিজের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, তার বার্তা এদিন স্পষ্ট করে দেন মোদী। এদিনের বৈঠকে তিনি দলীয় কর্মীদের একাধিক টার্গেট সেট করে দেন।

১৫ অগাস্ট কোন কর্মসূচি?

এদিন জেপি নাড্ডা, প্রহ্লাদ যোশী থেকে রাজ নাথ সিংয়ের উপস্থিতিতে মোদী বিজেপির এই পরিষদীয় দলের বৈঠকে অংশ নেন। সেখানেই তিনি দলীয় কর্মীদের জন্য ১৫ অগাস্টের টার্গেট সেট করে দেন। তিনি বলেন, ১৫ অগাস্ট কংগ্রেসের এই মনোভাবের আসল সত্যি দেশবাসীর কাছে গিয়ে জানাতে হবে বিজেপি কর্মীদের। আর সেই লক্ষ্যেই এবার এগিয়ে যেতে হবে গেরুয়া শিবিরকে।

উত্তাল সংসদ

এদিকে,পর পর ইস্যুতে উত্তাল হয়েছে লোকসভা। পেগাসাস ইস্যুতে অশ্বিনী বৈষ্ণবের বক্তব্যের সময় তাঁর ভাষণের কাগজ টেনে ছিঁড়ে দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। অন্য়দিকে লোকসভায় পেগাসাস থেকে কৃষি আইন ইস্যুতে সুর চড়ান কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে। এরপরই বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মোদী দেন বড় বার্তা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More NARENDRA MODI News  

Read more about:
English summary
PM Modi attacks Congress at BJP meet. He said that the party led by Sonia Gandhi is against of debate in Parliament.
Story first published: Tuesday, July 27, 2021, 11:39 [IST]