টোকিও অলিম্পিকে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির মুখে ভারতের টিটি তারকা মনিকা বাত্রা

টোকিও অলিম্পিকের আসরে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির মুখে ভারতের এক নম্বর টেবিল টেনিস তারকা মনিতা বাত্রা। এবারের অলিম্পিকে ভারত টেবিল টেনিসেও হতাশাজনক ফল করেছে। তার মধ্যেই মনিকা জাতীয় দলের অলিম্পিয়ান কোচ সৌম্যদীপ রায়কে যেভাবে অসম্মান করেছেন তাকে ভালোভাবে দেখছে না টেবিল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়া।

বিতর্কে মনিকা

ভারতের চার প্যাডলার টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন। তাঁদের কোচ হিসেবে পাঠানো হয়েছে ২০০৬ সালের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য, অলিম্পিয়ান তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত সৌম্যদীপ রায়কে। যদিও সিঙ্গলস ম্যাচে সৌম্যদীপের সাহায্য নিতে অস্বীকার করে বিতর্ক বাড়ান মনিকা বাত্রা। মনিকা নিজের কোচ সঞ্জয় পরাঞ্জপেকে টোকিওতে নিয়ে গিয়েছেন। তবে মূল কোচের মতো তিনি খেলার সময় ফিল্ড অব প্লে অ্যাকসেস পাননি।

কোচ নিয়ে অসন্তোষ

মনিকার ব্যক্তিগত কোচ গেমস ভিলেজেও থাকতে পারছেন না ভারতীয় কনটিনজেন্টের অংশ না হওয়ায়। তিনি হোটেলে থাকছেন এবং মনিকার অনুশীলনের সময় হাজির থাকছিলেন। যদিও মনিকা আবদার করে বসেন সৌম্যদীপ নন, ব্যক্তিগত কোচকেই তিনি খেলার সময় পাশে পেতে চান। যদিও সেই আবদার গেমস আয়োজকরা নাকচ করতেই মনিকা জানিয়ে দেন, তাঁর খেলার সময় সৌম্যদীপের কোনও পরামর্শও তাঁর দরকার নেই। দেখা যায়, গ্যালারিতে বসেই মনিকাকে প্রয়োজনীয় পরামর্শ দেন পরাঞ্জপে। সৌম্যদীপের চেয়ার স্বাভাবিকভাবেই খালি ছিল ম্যাচের সময়।

কড়া টিটিএফআই

অলিম্পিকে গতকাল টেবিল টেনিসে মনিকার অভিযান শেষ হতেই টেবিল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল অরুণ কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, মনিকা যেটা করেছেন সেটা শৃঙ্খলাভঙ্গ ছাড়া কিছু নয়। খেলার সময় কোচেরা যেখানে থাকেন সেখানে অন্যদের মতো সৌম্যদীপ রায়ের উপস্থিতি মেনে নেওয়া উচিত ছিল মনিকার। দেশের অন্যতম সেরা প্যাডলার সৌম্যদীপ এখন কোচ হিসেবেও বিখ্যাত। ফলে শৃঙ্খলাভঙ্গের দায়ে মনিকার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, তা আগামী মাসের গোড়াতেই ভার্চুয়ালি ঠিক করবে টিটিএফআইয়ের এগজিকিউটিভ বোর্ড।

কঠোর পদক্ষেপ

মনিকাকে শাস্তি কী দেওয়া হবে তা স্পষ্ট হবে কয়েক দিনের মধ্যে। তবে জানা গিয়েছে, জাতীয় শিবির যাতে দেশের প্যাডলাররা এড়াতে না পারেন সে ব্যাপারেও কঠোর হবে টিটিএফআই। জাতীয় শিবিরে উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে। সোনেপতে ভারতের অলিম্পিকের জন্য প্রস্তুতি শিবির চলেছিল তিন সপ্তাহ ধরে। কিন্তু মনিকা দিন তিনেকের জন্য শিবিরে যোগ দেন। মনিকার মতো জি সাথিয়ানও ব্যক্তিগত কোচের কাছেই প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে সাথিয়ান সৌম্যদীপক মনিকার মতো অসম্মান করেননি। সাথিয়ানের ম্যাচের সময় উপস্থিত ছিলেন কোচ সৌম্যদীপ। তিনি সুতীর্থারও ব্যক্তিগত কোচ। অলিম্পিক টিটিতে ভারতের অভিযান শেষ হওয়ার পর টিটিএফআইয়ের সেক্রেটারি জেনারেল বলেন, মনিকা যেভাবে খেলেছেন তাতে আমরা গর্বিত হলেও তিনি কোচের পরামর্শ না নিতে চেয়ে যেটা করেছেন সেটা একেবারেই ঠিক হয়নি।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
TTFI Called Manika Batra's Refusing National Coach's Help Is Act Of Indiscipline And Set To Take Action. She Will Certainly Face Action When Its Executive Board Meets Early Next Month.
Story first published: Tuesday, July 27, 2021, 21:49 [IST]