সেপ্টেম্বর পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না, শিশুদের করোনা টিকা নিয়ে সুখবর শোনাল স্বাস্থ্যমন্ত্রক

সেপ্টেম্বরে শিশুরা করোনা ভ্যাকসিন পেয়ে যাবে বলে জানিয়েছিল এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মঙ্গবার সময় আরও এক মাস এগিয়ে আনল। অর্থাৎ সেপ্টেম্বরের আগেই অগস্ট মাসেই আসছে শিশুদের করোনা ভাইরাসের টিকা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে। বিজেপির পার্লামেন্টারি পার্টির বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মালব্য।

অগস্টেই আসছে করোনা টিকা

শিশুদের করোনা টিকার জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। অগস্টেই আসছে শিশুদের করোনা টিকা। এমনই সুখবর জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মালব্য। বিজেপির সংসদীয় পার্টির বৈঠকে তিনি জানিয়েছেন, অগস্ট মাসেই কেন্দ্র শিশুদের করোনা টিকা দিতে শুরু করবেন। চলতি সপ্তাহেই শিশুদের কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়ে গিয়েছে।

১২ থেকে ১৮-র টিকা করণ

গত সপ্তাহেই জানানো হয়েছিল সেপ্টেম্বর মাস থেকেই জাইডাসের টিকাকরণ শুরু হয়ে যাবে। ১২ থেকে ১৮ বছর বয়সীরা টিকা পেতে শুরু করবনে। এইমেসর প্রধান ডাক্তার রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন,শিশুদের কোভ্যাক্সিনের টিকা দেওয়া শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাস থেকেই। আর অপেক্ষা করতে হবে না।

করোনা টিকাকরণে জোর

করোনা টিকাকরণে জোর দিতে শুরু করেছে কেন্দ্র। ডিসেম্বর মাসের মধ্যে করোনা টিকাকরণ শেষ করতে চাইছে মোদী সরকার। কিন্তু এখনও টিকার জন্য হাহাকার চলছে। অনেক জায়গাতেই করোনার টিকা পাওয়া যাচ্ছে না। হয়রান হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ। রাতভর অপেক্ষা করেও টিকা পাচ্ছেন না তাঁরা।

শিশুদের সংক্রমণের আশঙ্কা

করোনার থার্ড ওয়েভে শিশুদের করোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কার কথা শুনিয়েছেন গবেষকরা। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ একমাত্র শিশুদেরইএখন করোনা টিকাকরণ হয়নি। তাই তাঁদের সুরক্ষিত রাখতে বিশেষ নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। এদিকে সেরো সার্ভে বলছে শিশুদের অ্যান্টি বডি তৈরি হয়ে গিয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Health ministry hints about Childrens Corona Vaccine
Story first published: Tuesday, July 27, 2021, 15:25 [IST]