টোকিও অলিম্পিকের সাঁতার ইভেন্টে সোনা জিতে উচ্ছ্বাস চেপে রাখতে না পারার মাশুল গুনলেন অস্ট্রেলিয়ার মহিলা প্রতিযোগী। অতি উৎসাহে লাইভ টিভিতে অশ্লীল কথার বোমা নিক্ষেপ করলেন। পরক্ষণে লজ্জিতও হলেন। তাতে অবশ্য রেহাই পেলেন না। মেয়ের কাণ্ডে রেগে কাঁই বিজয়ী সাঁতারুর মা বললেন গুরুগম্ভীর কথা। হেসে কুটিপাটি হয়েছেন নেটিজেনরা। ভাইরাল হয়েছে সেই মুহুর্তের ভিডিও।
মঙ্গলবার টোকিও অলিম্পিকের মহিলা সাঁতারের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে সোনা জেতেন অস্ট্রেলিয়ার কায়লি ম্যাককেওন। ৫৭.৪৭ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেন ২০ বছরের সাঁতারু। যদিও সংশ্লিষ্ট ইভেন্টের ফাইনালে নিজের গড়া বিশ্ব রেকর্ডের থেকে কিছুটা হলেও পিছনে থেকে যান কায়লি। চলতি বছরের জুনে অস্ট্রেলিয়ার সুইমিং ট্রায়ালে ৫৭.৪৫ সেকেন্ড ১০০ মিটার ব্যাকস্ট্রোক প্রতিযোগিতা শেষ করেছিলেন। অর্থাৎ টোকিও অলিম্পিকে সোনা জিতলেও নিজের গড়া বিশ্ব রেকর্ড থেকে মাত্র ০.০২ সেকেন্ড পিছনে থেকে যান অস্ট্রেলিয়ার সাঁতারু।
তবে সেসব হিসেব নিয়ে মাথা ঘামাতে রাজি নন কায়লি। কেরিয়ারের প্রথম অলিম্পিক সোনা জেতার পর তিনি আনন্দে আত্মহারা। বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসতে গিয়েই বড়সড় বোমা ফাটিয়ে দেন সফল সাঁতারু। এক অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের লাইভ সাক্ষাৎকারে অশ্লীশ শব্দ প্রয়োগ করে নিজেই আবার ভ্যাবাচ্যাকা খেয়ে চান সোনাজয়ী সাঁতারু। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। যার যা শোনার শুনে নিয়েছেন। ক্ষুব্ধ মা বসে রয়েছেন মেয়ের অপেক্ষায়।
২০২০ সালে কেইলির বাবা প্রয়াত হন। তিনি ব্রেন ক্যানসারে ভুগছিলেন। সেই বিষাদের আবহ থেকে টোকিও অলিম্পিকের সফর যে খুব একটা মসৃণ ছিল না, তা বোঝাই যায়। তবু সব বাধা পেরিয়ে অলিম্পিকে সোনা জিততে সক্ষম হয়েছেন কায়লি। এই উচ্ছ্বাসের মুহুর্তে সহযোদ্ধা মা ও বড় দিদিকে তিনি কী বার্তা দিতে চান শীর্ষক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সফল সাঁতারুর মুখ থেকে অশ্লীল শব্দ বেরিয়ে আসে। যা কানে যেতে লজ্জিত হয়ে পড়েন কায়লি নিজে। গর্বিত মা জানিয়েছেন, মেয়ে দেশে ফিরলে তিনি তাঁর সঙ্গে এ ব্যাপারে কথা বললেন। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
টোকিও অলিম্পিকের মহিলাদের সাঁতারের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রূপো জিতেছেন কানাডার কিলি মাসে। যিনি রিও অলিম্পিকের একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ফাইনাল শেষ করতে তিনি ৫৭.৭২ সেকেন্ড সময় নেন। তৃতীয় স্থানে প্রতিযোগিতা শেষ করা আমেরিকার রেগান স্মিথের সময় লেগেছে ৫৮.০৫ সেকেন্ড।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!