ছড়াচ্ছে ডেল্টা, বিনা প্রয়োজনে ভ্রমণে না কেন্দ্রের

গত ক'দিন দেশে সংক্রমণ তুলনামূলকভাবে কমলেও তা একেবারে শেষ হয়ে যায়নি। তারই মধ্যে জানা গিয়েছে, অগাস্ট-সেপ্টেম্বর মাসে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন ২৮ শতাংশ ভারতীয়৷ যার ফলে কিনা দেশে আছড়ে পড়তে পারে কোভিডের তৃতীয় ঢেউ৷ কাজেই এবার সাধারণ মানুষকে সচেতন করতে শুরু করল কেন্দ্রীয় সরকার। স্পষ্ট জানিয়ে দিল, এখনও করোনার প্রকোপ কাটতে অনেকটাই দেরি। তাই দয়া করে বিনা প্রয়োজনে ভ্রমণ করবেন না৷

একটি সাংবাদিক সম্মেলনে নীতি আয়োগের অন্যতম সদস্য ডঃ ভিকে পাল বলেন, 'এখনও অবধি অনেকেই টিকা পেয়ে গিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও সংক্রামিত হতে পারেন তাঁরা৷ বড়মাত্রায় উৎসবে মাতার সময় নয় এটা। দয়া করে বিনা প্রয়োজনে ভ্রমণ করবেন না।' স্বাস্থ্যমন্ত্রকের যৌথ সচিব লব আগরওয়াল আবার বলেন, ' গোটা বিশ্বজুড়ে উল্লেখযোগ্য হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যা কিনা যথেষ্ট চিন্তার বিষয়। আমাদের শক্ত হাতে এই ভাইরাসকে রুখে দিতে হবে।'

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট সাতটি রাজ্যের বাইশটি জেলায় গত চার সপ্তাহে বেড়েছে দৈনিক আক্রান্ত সংখ্যা। লব বলেন, 'দেশে মোট ২২ টি জেলায় বাড়ছে সংক্রমণ৷ তার মধ্যে কেরল থেকে ৭টি, মনিপুর থেকে ৫টি ও মেঘালয়ের তিনটি জেলা রয়েছে। গত চার সপ্তাহ ধরে এই জেলাগুলিতে কেস সংখ্যা বাড়ছে। তাছাড়া দেশের আরও ৬২টি জেলায় এখনও প্রতিদিন ১০০ জন করে আক্রান্ত হচ্ছেন৷ জেলার নির্দিষ্ট কিছু জায়গা থেকে ছড়াচ্ছে এই সংক্রমণ৷'

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
India is infront of Third wave, unnecessarily traveling very risky said Centre
Story first published: Tuesday, July 27, 2021, 23:42 [IST]