করোনার দৈনিক সংক্রমণ ৭০০-র নিচে, কমল সক্রিয়তার হারও! বাংলায় ফিরছে স্বস্তি

করোনার দৈনিক সংক্রমণ ৭০০-র নিচেই থাকল টেস্টিং বাড়া সত্ত্বেও। সেইসঙ্গে কমল সক্রিয়তার হারও! বাংলায় স্বস্তি ফিরল মঙ্গলবারের করোনা বুলেটিনে। দৈনিক সংক্রমণ নিম্নমুখীই রইল, সেইসঙ্গে সক্রিয়তার হারও কমল। আর সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমার পাশাপাশি কমল করোনায় দৈনিক মৃত্যু সংখ্যাও।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৬২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৪ হাজার ৯৫৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮০৯৫। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। সোমবার মৃতের সংখ্যা ছিল ১২, এদিন তা কমে হল ১০।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ২৪ হাজার ৯৫৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১১ হাজার ৩৮০ জন। এদিন ১৮৬ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬৬২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮৩৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৯৫ হাজার ৪৮৩ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.০৭ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ ৫৩ হাজার ৯৯৮। ১২৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৭২৮২২। এদিন টেস্টিং হয়েছে ৪৩১১৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৫৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১০১৬৫। এদিন ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৮৭৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ জন বেড়ে হয়েছে ৯৫৮৩৭। হাওড়ায় আক্রান্ত ৯৪৩৫৬। এদিন আক্রান্ত হয়েছেন ৪১ জন। হুগলিতে ৩৮ জন বেড়ে আক্রান্ত ৮১৫২৮ জন।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus daily infection is still below 700 despite of testing increased in Bengal