হোয়াটসঅ্যাপে আপনার কাছের মানুষটি সবথেকে বেশি ভিডিও-ছবি কে পাঠাচ্ছে? এক ক্লিকেই জানা যাবে সেই তথ্য

ফেসবুকের পর জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হচ্ছে হোয়াটস অ্যাপ। বিশ্বের একটা বৃহৎ অংশের মানুষ এই মুহূর্তে হোয়াটস অ্যাপ ব্যবহার করছে। হোয়াটস অ্যাপের মাধ্যমে এখন অনেক দরকারি কাজও করা যাচ্ছে। এমনকি টাকাও লেনদেন করা যাচ্ছে।

ভিডিও থেকে শুরু করে অডিও সবই এখন হোয়াটস অ্যাপের মাধ্যমে করা যাচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের ক্ষেত্রে নিত্য-নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটস-অ্যাপ। শুধু তাই নয়, হোয়াটস অ্যাপে এমন কিছু ট্রিক্স ব্যাবহার করা যায় তা এই অ্যাপ ব্যবহারের মজাকে আরও বাড়িয়ে তুলবে।

তবে এই প্রতিবেদনের মাধ্যমে এমন কিছু টিপস জানানো হবে যার সাহায্যে খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন যে আপনার সবথেকে কাছের মানুষটি কাকে সবথেকে বেশি ছবি ভিডিও পাঠাচ্ছে।

হোয়াটস অ্যাপে সবথেকে বেশি ফোটো এবং ভিডিও'র মাধ্যমে ডেটা যায়। আপনি এই টিপসের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন যে সবথেকে বেশি ফোটো কিংবা ভিডিও কাকে পাঠানো হচ্ছে কিংবা পাঠাচ্ছে। হোয়াটস অ্যাপ থেকেই এই বিষয়টি জানা যাবে সহজে।

এর জন্যে কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না। শুধু যার বিষয়ে জানতে চান তাঁর ফোনটি শুধুমাত্র প্রয়োজন হবে।

কীভাবে এই তথ্য জানতে পারবেন?

১) প্রথমে হোয়াটস অ্যাপটি ওপেন করতে হবে। এরপর উপরে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে

২) এরপর সেখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে। যেখানে একগুচ্ছ অপশন আপনার নজরে আসবে

৩) সেখানে স্টোরেজ এবং ডেটার কিছু অপশন নজরে আসবে। সেখানে গিয়ে ম্যানেজ স্টোরেজে গিয়ে ক্লিক করতে হবে

৪) ম্যানেজ স্ট্রোরেজে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে পুরো লিস্ট। সেই তালিকার প্রথমে যে নামটি আসবে সেই সবথেকে বেশি ফোটো এবং ভিডিও পাঠিয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More WHATSAPP News  

Read more about:
English summary
Who is sending pics to your loved ones? Know by one click