বক্সিংয়ে এগোচ্ছে ভারত। টোকিও অলিম্পিকে মহিলাদের ওয়েলটারওয়েট বিভাগের শেষ আটে পৌঁছলেন অসমের লাভলিনা বরগোঁহাই। প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানির নাদিন আপেটজের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই জিতেছেন ভারতীয় বক্সার। ৩-২ পয়েন্টে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়েছে।
ম্যাচের শুরু থেকেই দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু। তবে পাল্লা কিছুটা ভারী থাকে ভারতীয় বক্সারের। প্রথম রাউন্ডে দাপট দেখান লাভলিনা। ওই রাউন্ডে পয়েন্টের নিরিখে এগিয় যান অসমের বক্সার। তবে দ্বিতীয় রাউন্ডে প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা চালান জার্মান বক্সার। ওই রাউন্ডে দুই পয়েন্ট অর্জন করেন নাদিন আপেটজ। তা সত্ত্বেও এগিয়ে থেকে তৃতীয় রাউন্ড খেলতে নামেন ভারতের বরগোঁহাই।
ম্যাচের শেষ রাউন্ডে দুই বক্সারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুর্দান্ত রক্ষণাত্মক কৌশলে প্রতিপক্ষের একের পর এক পাঞ্চ নির্বিষ করেন লাভলিনা। অন্যদিকে ভারতীয় বক্সারের পয়েন্ট অর্জনের একাধিক চেষ্টা ব্যর্থ করেন জার্মানির নাদিন আপেটজ। ওই রাউন্ডে কেউই কোনও পয়েন্ট অর্জন করতে পারেননি। ফলে ৩-২ পয়েন্টের ব্যবধানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে প্রতিযোগিতার শেষ আটে পৌঁছে যান ভারতের লাভলিনা বরগোঁহাই।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!