করোনা সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনাকে ছুঁয়ে ফেলল দার্জিলিং, একনজরে পরিসংখ্যান

করোনা সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনাকে ছুঁয়ে ফেলল দার্জিলিং। দার্জিলিং-উত্তর ২৪ পরগনা জেলায় করোনা সক্রিয়ের সংখ্যাও শুধুমাত্র হাজারের উপরে। বাকি ২১ জেলাতেই হাজারের নিচে সক্রিয়ের সংখ্যা। উত্তর ২৪ পরগনায় প্রথম থেকেই করোনার গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। সম্প্রতি করোনার সেকেন্ড ওয়েভে দার্জিলিংয়ে সক্রিয় বাড়ল হু হু করে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-এর নিচে। বাংলায় ৬৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৫৪ জন। উত্তর ২৪ পরগনায় ৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার পর রয়েছে দার্জিলিং। সেখানে ৭৭ জন সংক্রমিত হয়েছেন একদিনে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১০১৬৫। এদিন কলকাতায় ৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৬৮ জনের। এদিন মৃত্যু হয়নি একজনেরও। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৪৫১১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৮৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৮৭৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮১ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৫৮ জনের। এদিন মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১২৯৬২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৪৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯১ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫৮৩৭ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪৩৫৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪১ জন। হুগলিতে ৩৮ জন বেড়ে আক্রান্ত ৮১৫২৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১৫ জন, কোচবিহারে ৪০ জন, দার্জিলিংয়ে ৭৭ জন, কালিম্পংয়ে ৭ জন, জলপাইগুড়িতে ৩৬ জন, উত্তর দিনাজপুরে ৭ জন, দক্ষিণ দিনাজপুরে ২ জন, মালদহে ৫ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৩৪ জন, বীরভূমে ৫ জন, পুরুলিয়ায় ৫ জন, বাঁকুড়ায় ২০ জন, ঝাড়গ্রামে ২৩ জন, পশ্চিম মেদিনীপুরে ৪২ জন, পূর্ব মেদিনীপুরে ৪৯ জন, পূর্ব বর্ধমানে ২৫ জন, পশ্চিম বর্ধমানে ১৬ জন আক্রান্ত হয়েছেন এদিন। দার্জিলংয়ে সক্রিয়ের সংখ্যা ১২৪৫। এদিন ৯ জন বেড়েছে সক্রিয়ের সংখ্যা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus active case of Darjeeling and North 24 pargana are almost equal