পাহাড় প্রমাণ একটা ঢেউ যেন আছড়ে পড়তে চলছে
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড় প্রমাণ একটা ঢেউ যেন আছড়ে পড়তে চলছে। অনেকেই আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করে দেয়। রবিবার স্থানীয় সময় ৩ টে নাগাদ এই দৃশ্য দেখা গিয়েছে। কি ওঠা? এমন ভাবে কি ধেয়ে আসছে। ভয়ঙ্কর রূপ দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। লেখেন, যেন কেউ গিলে খেতে আসছে সবাইকে!
দেখা যায় সেই বালির দেওয়াল
আসলে আছড়ে পড়েছিল ধুলো ঝড়। তার জেরেই এমন দৃশ্য। দিনহুয়াং উত্তর থেকে দক্ষিণের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিল দেখা যায় সেই বালির দেওয়াল। কয়েক'শ মিটার অতিক্রম করে এই ধুলো ঝড়। কয়েক মিনিট ধরে আকাশের রঙ হলুদ হয়ে গিয়েছিল।
শহরের আবহাওয়া বরাবরই রুক্ষ
এই শহরের আবহাওয়া বরাবরই রুক্ষ। এই শহরের বুকে এক বৌদ্ধ পর্যটন কেন্দ্রও রয়েছে। এই অঞ্চলে ঝড়ের জেরে হলুদ সতর্কতা জারি করা হয়। দু সপ্তাহের মধ্যে এরকম ঝড় পরপর দুবার দেখা গেল। ঝড়ের সময় হাইওয়ে জুড়ে দেখা যাচ্ছিল না কিছুই। ট্রাফিক পুলিশ তৎপরতার সঙ্গে সব গাড়ি থামিয়ে দেয়।
|
২০ ফুট দূরের জিনিসও দেখা যাচ্ছিল না
২০ ফুট দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। চিনেরই আর এক অংশে আছড়ে পড়েছিল টাইফুন। পূর্ব চিনে এসেছে টাইফুনের আঘাত। কয়েকদিন আগেই ওই অংশে বন্যা হয়েছিল। ফলে ঘূর্ণিঝড়ের আরও ভয়ঙ্কর প্রভাব পড়েছে। সেই ঝড়ের গতিবেগ ছিল ১৩৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। সাংহাইয়ের কাছে নিংবোতে আছড়ে পড়ে সেই ঝড়। ওই অঞ্চলে ঝড়ের ধাক্কায় উপড়ে গিয়েছে অনেক গাছ, তবে হতাহতের কোনও খবর নেই।