বহুদিন বাদে ফের একবার করোনা ভাইরাসের দাপটে দৈনিক আক্রান্তের সংখ্য়ায় কমতি দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনার জেরে দেশে আক্রান্তের সংখ্যা ২৯,৬৮৯ জন হয়েছে। সোমবার যেখানে এই আক্রান্তের সংখ্যা ৩৪ হাজারের বেশি হয়েছে, সেখানে এদিনের এমন কমতি রীতিমতো প্রাসঙ্গিক।
প্রসঙ্গত, শেষ ২৪ ঘণ্টার ট্রেন্ডে দেখা গিয়েছে করোনার জেরে দেশে আক্রান্তের সংখ্যা অনেকটাই নেমে গিয়েছে। সেই জায়গায় করোনাজয়ীর সংখ্যায় আধিক্য দেখা দিয়েছে। পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২,৩৬৩ জন। মৃত্যু হয়েছে ৪১৫ জনের। দৈনিক মৃতের সংখ্যাতেেও দেখা যাচ্ছে ব্যাপক কমতি। প্রসঙ্গত গতকালই বিশ্বস্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে যে , ইউরোপের একটা বড় অংশে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের রমরমা দেখা গিয়েছে। যার জেরে সেখানে বাড়ছে করোনার বাড়বাড়ন্ত। ফলে বিষয়টি নিয়ে কার্যত সতর্ক করে দিয়েছে হু।
এদিকে, দেশে মোট সুস্থতার সংখ্যা ৩,০৬,২১,৪৬৯ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯৮,১০০ জন, মৃতের সংখ্যা পৌঁছেছে ৪,২১,৩৮২ জমে। প্রসঙ্গত, করোনার দানবীয় আক্রমণে বারবার উঠে আসতে শুরু করেছে ডেল্টা ভ্যারিয়েন্টের নাম। হু এর তরফে জানানো হয়েছে যে , আলফা ভ্যারিয়েন্ট কে ছাপিয়ে হু হু করে নিজের সংক্রামক শক্তি বাড়িয়ে ছড়িয়ে যাচ্ছে এই ভ্যারিয়েন্ট। শুধু ইউরোপ নয়, মার্কিন মুলুকেও এই ব্যাধী ক্রমেই বাড়ছে ডেল্টার হাত ধরে।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!