টোকিও অলিম্পিক ব্যাডমিন্টন ডাবলসে শীর্ষ বাছাই ইন্দোনেশিয়ার কাছে হার ভারতের

টোকিও অলিম্পিক ব্যাডমিন্টনের ডাবলসে প্রথম ম্যাচেই অঘটন ঘটালেও দ্বিতীয় ম্যাচে তা সম্ভব হল না ভারতের পক্ষে। গ্রুপ এ-তে আজ চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডির খেলা ছিল অলিম্পিকে শীর্ষ বাছাই ইন্দোনেশিয়ার মার্কাস ফেরনালদি গিডিয়ন ও কেভিন সঞ্জয় সুকামুলজো জুটির বিরুদ্ধে।

শীর্ষ বাছাইয়ের কাছে হার

এই নিয়ে চিরাগকে নয়বারের মধ্যে নয়বারই হারাল ইন্দোনেশিয়ার এই জুটি। আজ চিরাগরা মাত্র ৩২ মিনিটে হারলেন ১৩-২১, ১২-২১ ফলে। ভারতীয়রা প্রথম ম্যাচে বিশ্ব ক্রমতালিকায় তিনে থাকা জুটিকে হারিয়ে অলিম্পিক অভিযান শুরু করেছিল অবাছাই ভারতীয় জুটি। এদিনও তাঁরা লড়াই করলেন। তবে প্রতিপক্ষের বেছে নেওয়া অ্যাঙ্গেল সমস্যা তৈরি করে চিরাগ-সাত্বিকসাইরাজের জন্য। ফলে শীর্ষ বাছাই জুটিকে পরাস্ত করে আর অঘটন ঘটানো সম্ভব হয়নি।

লড়াই ভারতের

শনিবার চিরাগ-সাত্বিকসাইরাজ চাইনিজ তাইপের লি ইয়াং ও ওয়াং চি-লিন জুটিকে হারিয়েছিলেন ২১-১৬, ১৬-২১, ২৭-২৫ ব্যবধানে। আগামীকাল ভারতীয় সময় সকাল সাড়ে ৮টায় ভারতীয় জুটির সামনে গ্রেট ব্রিটেনের শন ভেন্ডি ও বেন লেন। চাইনিজ তাইপের জুটির কাছে আজ পরাস্ত হয়েছে গ্রেট ব্রিটেন। বিশ্বের তিন নম্বর ডাবলস জুটি আগের ম্যাচে ভারতের কাছে হারলেও এদিন গ্রেট ব্রিটেনকে ২১-১৭, ২১-১৪ গেমে হারিয়েছে।

কাল ফেভারিটই

ভেন্ডি ও লেন জুটি বিশ্ব ডাবলস ক্রমতালিকায় রয়েছে ১৮ নম্বর স্থানে, সেখানে ভারতীয় জুটির অবস্থান ১০ নম্বরে। তাই কালকের ম্যাচে ফেভারিট হিসেবেই নামবেন চিরাগ ও সাত্বিকসাইরাজ।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Indian Duo Chirag And Satwiksairaj Lost To Top Seeded Indonesian Pair In Badminton Doubles. The Indonesian Pair Won 21-13, 21-12 In Just 32 Mins.