সাংগঠনিক বৈঠকে উত্তেজনা! হেস্টিং অফিসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত যুবনেতা

মর্মান্তিক ঘটনা হেস্টিং বিজেপি পার্টি অফিসে। হৃদরোগে আক্রান্ত হয়ে বিজেপি মৃত যুব মোর্চার রাজ্য সহ সভাপতি রাজু সরকার৷ সূত্রের খবর সোমবার সন্ধ্যায় দলের একটি সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজু।

কী হয়েছিল ঘটনা?

সূত্রের খবর এদিন রাজ্যে বিজেপির সবচেয়ে বড় কার্যালয় হেস্টিংসে অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন রাজু সরকার। সাংগঠনিক বৈঠক চলাকালীন দলের অন্য লোকের সঙ্গে কথাকাটি ও উত্তেজনার দরুণ অসুস্থ হয়ে পড়েন রাজু। এরপর প্রাথমিক ভাবে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে অবস্থার অবনতি হলে সেখান থেকে দলের কর্মীরায় তাঁকে নিয়ে যান একটি বেসরকারি হাসপাতালে৷ সেখানেই রাজুকে মৃত বলে ঘোষণা করা হয়৷

মুকুলের হাত ধরেই গেরুয়া শিবিরে এসেছিলেন রাজু!

২০১৭ সালে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে পা রেখেছিলেন রাজু৷ দলে যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ গোষ্ঠীর ঘনিষ্ট ছিলেন রাজু। এমনটাই জল্পনা রয়েছে। এ বিষয়ে আরও তথ্য পেতে বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

কী বলছে বিজেপি?

যদিও রাজুর মৃত্যুর বিষয়ে বিজেপি মিডিয়া সেলকে প্রশ্ন করা হলে তারা স্পষ্ট জানায়, বিষয়টি অত্যন্ত দুঃখের। তবে কোনও বচসা বা কথাকাটির ঘটনা এদিন ঘটেবি হেস্টিংয়ে৷ হঠাৎ-ই অসুস্থ হয়ে পড়েন রাজু সরকার। এরপর দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করা হয় কিন্তু শেষরক্ষা করতে পরা যায়নি৷ দলে সহকর্মী রাজু সরকারের পরিবারের সঙ্গে সমব্যথী বলেও জানানো হয় বিজেপির পক্ষ থেকে।

ছবি সৌজন্য:ফেসবুক

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More BJP News  

Read more about:
English summary
Tension in the organizational meeting! The state Co-president of BJPYM died of a heart attack at the Hastings office